রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ৪ মার্চ ২০২৫, ৩:৩৫ অপরাহ্ন
শেয়ার

শিক্ষা উপদেষ্টা পরিবর্তিত হয়ে দায়িত্ব পাচ্ছেন ড. এম আমিনুল ইসলাম


শিক্ষা উপদেষ্টার পরিবর্তন, দায়িত্ব পাচ্ছেন ড. এম আমিনুল ইসলাম

 

 

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক ড. এম আমিনুল ইসলামকে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে। আগামীকাল বুধবার (৫ মার্চ) সকালে বঙ্গভবনে রাষ্ট্রপ্রতির কাছে তিনি শপথ নেবেন।

মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রে জানা গেছে, অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন।

ড. এম আমিনুল ইসলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে অধ্যাপনা করেছেন।

বর্তমান শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এই মন্ত্রণালয়ের পাশাপাশি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বও সামলাচ্ছেন।