সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২২ জুলাই ২০১৪, ৫:২৯ পূর্বাহ্ন
শেয়ার

ইসরাইলের সংগে ভারত আন্তরিক সম্পর্ক বজায় রাখবে


ভারত ইসরাইলের সংগে আন্তরিক সম্পর্ক বজায় রাখবে। তবে ফিলিস্তিনীদের স্বার্থের প্রতি ভারতের পূর্ণ সমর্থন থাকবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন. ইসরাইল ও ফিলিস্তিন বিষয় দেশের পররাষ্ট্র নীতিতে কোন পরিবর্তন আসবে না।

000_Del6323827-e1401198634368সোমবার রাজ্য সভায় গাজা ও পশ্চীম তীরের ফিলিস্তিনী এলাকায় নজিরবিহীন সহিংসতা নিয়ে সংক্ষিপ্ত আলোচনাকালে তিনি একথা বলেন। তিনি বলেন, ভারত এ মাসের ১৫ তারিখে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় বিআরআইসিএস শীর্ষ সম্মেলনে যৌথ বিবৃতিতে গাজায় সংিসতার নিন্দা জানিয়েছে। সুষমা বলেন, তার মন্ত্রণালয় ১০ জুলাই এ ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে।

তিনি আরো বলেন, ভারত ও আরব দেশগুলোর মতো মনে করে ইসরাইল ও ফিলিস্তিনীদের উচিত মিশরের শান্তি প্রস্তাব বিবেচনা করা। তিনি বলেন, ঐকমত্য ছাড়া এ ব্যাপারে কোন প্রস্তাব নেয়া যাবে না। তিনি আনুষ্ঠানিক প্রস্তাব গ্রহণ করতে অস্বীকৃতি জানানোর পর কংগ্রেস, বিজেডি, জেডি (ইউ) এবং বামদলগুলো ওয়াক আউট করে।

নিউজ পাওয়া যায়নি