
রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় বিএনপি নেতা কামরুল আহসান সাধন গুলিতে নিহত হয়েছেন। রোববার (২৫ মে) রাতে এ ঘটনা ঘটে। তিনি বিএনপির গুলশান থানার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে গুদারাঘাটের একটি দোকানে বসে থাকার সময় সন্ত্রাসীরা এসে তাকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম টিবিএসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই হামলাকারীর মুখে মাস্ক ছিল। তারা একাধিক রাউন্ড গুলি চালায়। নিহতের বুক, পিঠ ও ঘাড়ে গুলির আঘাত ছিল।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ।



























