রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৩ জুলাই ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
শেয়ার

মুরাদনগরে গণপিটুনিতে মা, ছেলে ও মেয়ে নিহত


প্রতীকী ছবি

কুমিল্লার মুরাদনগরে গণপিটুনিতে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই নারীর আরেক মেয়ে। স্থানীয়দের অভিযোগ, নিহতরা মাদক চোরাকারবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানার আকবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— রোকসানা আক্তার রুবি, তার ছেলে রাসেল মিয়া ও মেয়ে জোনাকি। আরেক মেয়ে রুমার অবস্থা আশঙ্কাজনক। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হসপিটালে নেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান। তিনি জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। বিস্তারিত জানতে তদন্ত চলছে।”

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রোকসানা ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক থানায় মাদক সংশ্লিষ্ট মামলা রয়েছে। এতে এলাকায় ক্ষোভ বাড়তে থাকে। একপর্যায়ে উত্তেজিত জনতা তাদের পিটিয়ে হত্যা করে।

পুলিশ জানিয়েছে, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।