রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১৮ জুলাই ২০২৫, ৫:২১ অপরাহ্ন
শেয়ার

গাজীপুরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৪


gazipur accidentগাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুন) দুপুরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে মাওনা থেকে একটি সিএনজি অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। পথে বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই জাহিদ নামে এক ব্যক্তি ও তার ছেলে নিহত হন। জাহিদের স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আরেক অজ্ঞাতপরিচয় যাত্রীকে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের সবাই বগুড়ার ধুনট উপজেলার ঈশ্বরঘাট এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

ওসি আব্দুল মান্নান বলেন, “ঘটনায় বাবা ও ছেলে ঘটনাস্থলে নিহত হন। হাসপাতালে নেওয়ার পর এক নারীসহ আরও একজন মারা যান। এতে একই পরিবারের তিনজনসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”