রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২৯ জুলাই ২০২৫, ৬:৩৫ অপরাহ্ন
শেয়ার

এশিয়ান কাপে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ যারা


গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬ এর ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। আজ (২৯ জুলাই) সিডনির টাউন হলে ড্র অনুষ্ঠিত হয়। বি গ্রুপে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে থাকছে উজবেকিস্তান, চীন ও উত্তর কোরিয়া।

এশিয়ান কাপে অংশগ্রহণকারী ১২টি দলকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে থাকছে চারটি করে দল। গ্রুপ পর্বের শেষে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল এবং তৃতীয় স্থানে থাকা সেরা দুটি দল নকআউট পর্বে খেলার সুযোগ পাবে।

‘এ’ গ্রুপে দলগুলো হচ্ছে- অস্ট্রেলিয়া,দক্ষিণ কোরিয়া, ইরান ও ফিলিপাইন। গ্রুপ ‘সি’-তে থাকছে জাপান, ভিয়েতনাম, ভারত ও চাইনিজ তাইপে।

এবারই প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে জায়গা পেয়েছে বাংলাদেশ। এই টুর্নামেন্টে ভালো করলে সুযোগ থাকবে বিশ্বকাপে জায়গা করে ইতিহাস রচনার।

২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার সিডনি, পার্থ ও গোল্ডকোস্টে এএফসি এশিয়ান কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।