রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ২ অগাস্ট ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
শেয়ার

টটেনহাম ছাড়ার ঘোষণা ফুটবল ক্যারিয়ারের অন্যতম কঠিন সিদ্ধান্ত: সন


টটেনহাম হটস্পারের দক্ষিণ কোরিয়ান অধিনায়ক সন হিউং-মিন ঘোষণা দিয়েছেন, দশ বছরের প্রিমিয়ার লিগ ক্যারিয়ার শেষে এবার গ্রীষ্মেই ক্লাবটি ছেড়ে যাচ্ছেন তিনি। এই সিদ্ধান্তকে নিজের “ফুটবল ক্যারিয়ারের অন্যতম কঠিন সিদ্ধান্ত” হিসেবে উল্লেখ করেছেন সন।

শনিবার (২ আগস্ট) সিউলে এক সংবাদ সম্মেলনে টটেনহামের প্রাক-মৌসুমি ম্যাচের আগ মুহূর্তে এই ঘোষণা দেন তিনি। আগামীকাল রবিবার সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ খেলবে তার দল। খবর ইয়োনহাপ নিউজের।

সংবাদ সম্মেলনে আবেগ সংবরণ করে সন বলেন, “এই সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ ছিল না। তবে আমি ঠিক করেছি, এবার গ্রীষ্মেই ক্লাব ছেড়ে দেব। আগামীকালের ম্যাচে ভালো কিছু উপহার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।”

প্রসঙ্গত, চলতি বছরের শেষে টটেনহামের সঙ্গে সনের চুক্তির মেয়াদ শেষ হবে। ফলে নতুন প্রিমিয়ার লিগ মৌসুম শুরুর ঠিক আগে থেকেই তার দলবদল নিয়ে গুঞ্জন তুঙ্গে। শোনা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে লস অ্যাঞ্জেলেস এফসির সঙ্গে আলোচনা চলছে তার। পাশাপাশি সৌদি প্রো লিগের কয়েকটি ক্লাবও দক্ষিণ কোরিয়ান এই তারকাকে দলে ভেড়াতে আগ্রহী।

সনের এই বিদায় ঘোষণার মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে এক দশক দীর্ঘ এক অধ্যায়, যেখানে তিনি টটেনহামের জার্সিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে।