রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ৬ অগাস্ট ২০২৫, ৯:২৭ অপরাহ্ন
শেয়ার

মালয়েশিয়া বিমানবন্দরে আরো ২৬ বাংলাদেশি আটক


malaysia-bangladeshiমালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআই-১ দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় আরো ২৬ বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। তারা অভিবাসনসংক্রান্ত শর্ত পূরণে ব্যর্থ হন ও সন্দেহজনক উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করেন বলে দাবি করেছে সংস্থাটি।

বুধবার (৬ আগস্ট) একেপিএসের এক বিবৃতিতে জানানো হয়, গতকাল ভোরে ঢাকা থেকে দুটি পৃথক ফ্লাইটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১-এ পৌঁছনোর পরই তাদের থামিয়ে দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, তারা পরিকল্পিতভাবে দুটি ফ্লাইটে ভাগ হয়ে আসে। কিছু নির্দিষ্ট পক্ষের সহায়তায় এই প্রবেশ পরিকল্পনা করা হয়েছিল।’

তাদের বিমান থেকে নামার সঙ্গে সঙ্গে এয়ারপোর্টে দায়িত্বপ্রাপ্ত নজরদারি দল সবাইকে আটক করে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য টার্মিনাল ১-এ অবস্থিত একেপিএস অপারেশন অফিসে নিয়ে যায়। পরে তাদের সবাইকে পরবর্তী ফ্লাইটে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

একেপিএস জানায়, ‘এ সফলতা আমাদের গোয়েন্দা ও নজরদারি ইউনিটগুলোর সমন্বিত প্রচেষ্টার ফল। যারা জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য সম্ভাব্য ঝুঁকি তৈরি করতে পারে, তাদের প্রবেশ প্রতিহত করতেই আমাদের এ কঠোর পদক্ষেপ।’

এদিকে আলোর সেতার এলাকার বুকিত কায়ু হিতাম ইমিগ্রেশন, কোয়ারেন্টাইন, কাস্টমস ও সিকিউরিটি কমপ্লেক্সে (আইসিকিউএস) আরো ১১ বিদেশিকে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তারা ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ৮(৩) লঙ্ঘন করেন বলে জানায় একেপিএস। এ ১১ জনের মধ্যে ৯ জন পুরুষ ও দুজন নারী ছিলেন। তারা বাংলাদেশ, থাইল্যান্ড, ভারত ও শ্রীলঙ্কার নাগরিক বলে দাবি করে একেপিএস।

সংস্থাটি দাবি করেছে, ‘নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রক্রিয়া অনুযায়ী তাদের সবাইকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।’

তারা আরো বলেছে, ‘ইমিগ্রেশন আইন লঙ্ঘন করে মালয়েশিয়ায় প্রবেশের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে ও এ ধরনের অপচেষ্টা দমনে কোনো ছাড় দেওয়া হবে না।’ এ ছাড়া সীমান্তে নিরাপত্তা জোরদার এবং প্রকৃত ও উপযুক্ত বিদেশি নাগরিকদের প্রবেশ নিশ্চিত করতে তারা দেশের সব প্রবেশপথে তল্লাশি ও নজরদারি আরো কঠোর করবে বলে জানিয়েছে।

এর আগে জুলাই মাসে দুই দফায় বিমানবন্দর থেকে ২১৯ বাংলাদেশিকে ফেরত পাঠায় মালয়েশিয়া। গত ২৪ জুলাই ১২৩ জন ও ১১ জুলাই ৯৬ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। সে সময় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় শর্তাবলি পূরণে ব্যর্থ হওয়ার অভিযোগ করেছিল একেপিএস।

সূত্র : বারনামা