
নির্বাচন সংশ্লিষ্ট একটি মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ, ৯ জন সাবেক নির্বাচন কমিশনার এবং দুই সাবেক নির্বাচন কমিশন সচিবসহ মোট ১২ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই আদেশ দেন। শেরে বাংলা নগর থানায় বিএনপির দায়ের করা মামলায় এরা সবাই আসামি এবং বর্তমানে পলাতক রয়েছেন বলে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে জানান।
দেশত্যাগে নিষেধাজ্ঞার আওতায় থাকা বাকিরা হলেন, নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী, শাহ নেওয়াজ, রফিকুল ইসলাম, কবিতা খানম, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, আহসান হাবিব খান, মো. আলমগীর, আনিছুর রহমান, সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ ও মোহাম্মদ সাদিক।
আদালতের আদেশে বলা হয়েছে, আসামিরা পলাতক থাকায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ যাত্রা নিষিদ্ধ করা জরুরি। ইমিগ্রেশন কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২২ জুন শেরে বাংলা নগর থানায় বিএনপি এ মামলা দায়ের করে। মামলায় অভিযোগ করা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে সংশ্লিষ্ট নির্বাচন কমিশনগুলো তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, বরং ভয়ভীতি দেখিয়ে জনগণের ভোট ছাড়াই একতরফা নির্বাচন সম্পন্ন করেছে।
মামলায় তিন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, এ কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয়েছে। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ মামলার আসামি। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, এ কে এম শহীদুল হক, জাবেদ পাটোয়ারী, বেনজির আহমেদ ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও আসামি করা হয়েছে মামলায়।
এরই মধ্যে সাবেক দুই সিইসি—কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার হয়েছেন।


























