মালয়েশিয়ার জোহর রাজ্যের আয়ার হিতাম এলাকায় অভিযান চালিয়ে ৯ বাংলাদেশিসহ মোট ৩২ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বৃহস্পতিবার (৭ আগস্ট) এক সংবাদ বিবৃতিতে জোহর রাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, মালয়েশিয়ার জোহর রাজ্যের অভিবাসন বিভাগ, আয়ার হিতাম এলাকার ‘মিনি পাকিস্তান’ নামে পরিচিত বিদেশি মালিকানাধীন বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে। পূর্ববর্তী তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে চালানো এই অভিযানে ৩২ জনকে আটক করা হয়েছে।
আটকদের মধ্যে ২০ জন পাকিস্তানি, ৯ জন বাংলাদেশি এবং ৩ জন ইন্দোনেশিয়ার নাগরিক। আটকদের বয়স ২০ থেকে ৫৪ বছরের মধ্যে। আটকদের আরও তদন্ত ও ব্যবস্থা নেওয়ার জন্য সেটিয়া ট্রোপিকা ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে।
অভিযানে বিভিন্ন পদমর্যাদার ইমিগ্রেশন কর্মকর্তা, সুলতান ইস্কান্দার ভবনের কর্মকর্তারা এবং জাতীয় নিবন্ধন বিভাগ (JPN) অংশগ্রহণ করে।




























