রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ৯ অগাস্ট ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
শেয়ার

ভাগ্য নির্ধারণী ম্যাচে আগামীকাল দক্ষিণ কোরিয়ার মুখোমুখি বাংলাদেশ


bangladesh

ফাইল ছবি

এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের শেষ ম্যাচে আগামীকাল রোববার (১০ আগস্ট) মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া—ফিফা র‌্যাংকিংয়ে যারা বাংলাদেশের (১০৪) চেয়ে ৮৩ ধাপ এগিয়ে (২১)। তবে দুরন্ত লাল-সবুজ শিবিরও প্রস্তুত কোরিয়ান মেয়েদের রুখে দেওয়ার জন্য। লাওস জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

আট গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি যাবে মূল পর্বে, সঙ্গে থাকবে সেরা তিন রানার্সআপের সুযোগও। ‘এইচ’ গ্রুপে দক্ষিণ কোরিয়াকে হারানো বা অন্তত ড্র করলেই ইতিহাস গড়বে আফঈদারা। প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ এবং দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলে হারিয়ে বর্তমানে গ্রুপের শীর্ষে রয়েছে বাটলারের দল।

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া দুই দলেরই সমান ৬ পয়েন্ট ও সমান ১০ গোলের ব্যবধান। তবে বাংলাদেশ দুই ম্যাচে করেছে ১১ গোল, কোরিয়া করেছে ১০ গোল। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী, সমান পয়েন্ট ও সমান গোল ব্যবধান হলে গ্রুপে বেশি গোল করা দল এগিয়ে থাকবে। তাই রোববারের ম্যাচ ড্র হলে বাংলাদেশই হবে গ্রুপ চ্যাম্পিয়ন।

হারলেও সেরা রানার্সআপ হয়ে মূল পর্বে খেলার সম্ভাবনা থাকবে, যদিও তখন পড়তে হবে কঠিন সমীকরণে। তাই শেষ ম্যাচে ড্র-ই হতে পারে বাংলাদেশের জন্য সবচেয়ে নিরাপদ পথ।

দক্ষিণ কোরিয়া ম্যাচ নিয়ে কোচ বাটলার বলেন, ফলাফল যাই হোক না কেন, এই ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত, একই সঙ্গে কিছু শেখারও সুযোগ পাবো।

দলের ম্যানেজার মাহমুদা হক লাওস থেকে ভিডিও বার্তায় দেশবাসীর প্রতি আহ্বান জানান, দোয়া করবেন, যেন দেশের সবার জন্য একটি হাসি নিয়ে ফিরতে পারি।