রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ১২ অগাস্ট ২০২৫, ১:১০ অপরাহ্ন
শেয়ার

সারজিসের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলার আবেদন বিএনপি নেতার


সারজিসের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলার আবেদন বিএনপি নেতার

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড নিয়ে সামাজিকমাধ্যমে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে আদালতে মানহানি মামলা দায়েরের আবেদন করা হয়েছে। গাজীপুর মহানগর বিএনপির অধীন বাসন থানা শাখার সভাপতি তানভীর সিরাজ এই মামলার আবেদন করেন।

তিনি মঙ্গলবার (১২ আগস্ট) গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এ বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটি দায়েরের আবেদন করেন। আবেদনে তিনি বলেন, সাংবাদিক তুহিনকে হত্যা করা হয় একটি অপরাধী চক্রের বিরুদ্ধে ভিডিও ধারণ করার কারণে। অথচ, সারজিস আলম এই বিষয়টি না জেনেই তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এ হত্যাকাণ্ড নিয়ে বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন। এতে দলের সুনাম, সম্মান ও রাজনৈতিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।

তানভীর সিরাজ আরও জানান, ইতোমধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার এই হত্যার প্রকৃত ঘটনা উদঘাটন করেছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, তদন্তে এ পর্যন্ত কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি।

এরপরও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সারজিস আলম এই হত্যাকাণ্ডে বিএনপিকে দায়ী করে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট দিয়েছেন। তার বক্তব্য মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। তার এই আচরণে শুধু বিএনপির ভাবমূর্তিই ক্ষুণ্ন হয়নি, তুহিন হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা নিয়েও জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে দাবি করেন তানভীর সিরাজ।

তিনি বলেন, দলীয় নির্দেশনা অনুযায়ী আমি আজ আদালতে এসেছি। আমি বিশ্বাস করি, আদালত আমার ন্যায়বিচারের অধিকার নিশ্চিত করবেন। তিনি তার আবেদনে সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন। আদালত মামলার আবেদন গ্রহণ করবেন কি না, তা প্রাথমিক শুনানির পর নির্ধারণ করবেন বলে জানা গেছে।