
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগে বড় ধরনের পরিবর্তন আনছে সরকার। নতুন নিয়মে শিক্ষক নিবন্ধন পরীক্ষা আর থাকছে না, সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ লক্ষ্যে একটি নতুন বিধি প্রণয়ন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অনুমোদন মিললেই পরিপত্র জারি হবে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন বিধি অনুযায়ী বেসরকারি প্রতিষ্ঠানে শূন্যপদের দ্বিগুণ প্রার্থীকে ভাইভার জন্য ডাকা হবে। যেমন—শূন্যপদ ৫০ হাজার হলে এক লাখ প্রার্থী ভাইভায় অংশ নেবেন। শুধু তাই নয়, চূড়ান্তভাবে পাস করানো হবে শূন্যপদের চেয়ে ২০ শতাংশ বেশি প্রার্থীকে।
বয়স গণনায়ও আসছে পরিবর্তন। বিজ্ঞপ্তি প্রকাশের দিনকে বয়স গণনার ভিত্তি ধরা হবে। ফলে বিজ্ঞপ্তি প্রকাশের সময় কোনো প্রার্থীর বয়স যদি ৩৪ বছর ১১ মাস হয়, তিনিও সুপারিশের আওতায় আসবেন।
এদিকে বুধবার (১৩ আগস্ট) ১৯তম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে সভা করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে হওয়া এ বৈঠকে নিয়োগের সিলেবাস, পরীক্ষা পদ্ধতি ও অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করা হয়।
এনটিআরসিএ চেয়ারম্যান জানান, কমিটির সুপারিশের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।



























