রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১৫ অগাস্ট ২০২৫, ৯:৪৫ পূর্বাহ্ন
শেয়ার

‘সাইয়ারা’ তারকার মন্তব্য

শাহরুখ খান নায়ক হলে ‘সাইয়ারা’ ফ্লপ করত


Saiyara-Sahrukh
মোহিত সুরির পরিচালনায় রোমান্টিক ড্রামা ‘সাইয়ারা’ বিশ্বজুড়ে ৫০০ কোটির বেশি আয় করে ইতিহাস গড়েছে, যা নবাগতদের অভিনীত হিন্দি ছবির মধ্যে অন্যতম সেরা বক্স অফিস সাফল্য।

সম্প্রতি ছবিটির অভিনয়শিল্পী বরুণ বাদোলা “স্টার বনাম কনটেন্ট” বিতর্কে নিজের মন্তব্য দিয়ে আলোচনায় আছেন। নায়ানদীপ রাক্ষিতের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সাইয়ারা’র বিপুল সাফল্য মানে এই নয় যে এখন আর বড় তারকার প্রয়োজন নেই। তার ভাষায়, কোনো বড় তারকাকে এমন চরিত্রে নেওয়া, যা তার ধাঁচের সঙ্গে মেলে না—বা কোনো নবাগতকে বিশাল বাজেটের ছবিতে নেওয়া—দুটিই ব্যর্থ হতে পারে।

বরুণের বক্তব্য, “অনেকে বলছে এই ছবির সাফল্য প্রমাণ করেছে এখন তারকার দরকার নেই। এটা ভুল। এখন যদি আহান পাণ্ডেকে তুলে ‘জওয়ান’ ছবিতে দেওয়া হয়, তাহলে জওয়ান ফ্লপ করবে। আর শাহরুখ খানকে ‘সাইয়ারা’য় দিলে এই ছবিও ফ্লপ করবে। শাহরুখ ছবির জন্য অতিরিক্ত বড় হয়ে যাবেন, আর আহান ‘জওয়ান’ সামলানোর মতো ব্যক্তিত্ব এখনো অর্জন করেনি।”

তিনি আরও বলেন, শাহরুখ খানের খ্যাতিও ‘সাইয়ারা’র জন্য “খুব বড়” হয়ে যেত, আবার আহান পাণ্ডের অভিজ্ঞতা এখনো বিশাল ছবির জন্য যথেষ্ট নয়।

প্রসঙ্গত, ইয়াশ রাজ ফিল্মস প্রযোজিত ‘সাইয়ারা’ ছবিতে নবাগত আহান পাণ্ডে ও আনীত পাড্ডা অভিনয় করেছেন।