রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১০ সেপ্টেম্বর ২০১৪, ১২:১৮ অপরাহ্ন
শেয়ার

চলে গেলেন নজরুলের গানের পাখি


সকলকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগম। জাতীয় কবি কাজী নজরুলের গানের পাখি খ্যাত এই শিল্পীর মৃত্যুতে শোকে মুহ্যমান তার কোটি ভক্ত। ফিরোজা বেগমের মরদেহ নিজ বাসায় নেয়া হয়েছে। জনপ্রিয় এ শিল্পীর প্রতি সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ বুধবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।

নজরুলের কথা আর সুর কণ্ঠে ধারন করেছেন দীর্ঘ সাতটি দশক। নজরুলগীতির মুকুটহীন সম্রাজ্ঞী বলা হয় তাঁকে। ৯ সেপ্টেম্বর, মঙ্গলবার রাতে ৮৪ বছর বয়সে পাড়ি জমালেন না ফেরার দেশে।

নজরুলের কথা আর সুর কণ্ঠে ধারন করেছেন দীর্ঘ সাতটি দশক। নজরুলগীতির মুকুটহীন সম্রাজ্ঞী বলা হয় তাঁকে। ৯ সেপ্টেম্বর, মঙ্গলবার রাতে ৮৪ বছর বয়সে পাড়ি জমালেন না ফেরার দেশে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ফিরোজা বেগম অনেকদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

কিংবদন্তী নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের মরদেহ নিজ বাসায় নেয়া হয়েছে। বুধবার সকালে এ্যাপোলো হাসপাতাল থেকে মরদেহ রাজধানীর ইন্দিরা রোডের বাসা কালিন্দিতে নিয়ে যাওয়া হয়। সেখানে আনুষ্ঠানিকতা শেষে দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত মরদেহ শহীদ মিনারে সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।

এরপর বাদ আসর রাজধানীর গুলশান আজাদ মসজিদে নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে উপমহাদেশের কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমকে দাফন করা হবে।

গত সপ্তাহে ফিরোজা বেগমকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিছুটা সুস্থ হওয়ার পর গত বুধবার তাঁকে বাসায় নিয়ে যাওয়া হয়। কিন্তু আবারও অসুস্থ হয়ে পড়ায় গত শুক্রবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।