রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বিনোদন ডেস্ক বিনোদন ১৭ অগাস্ট ২০২৫, ৮:১৩ অপরাহ্ন
শেয়ার

সন্তানসহ হাসপাতালে ভর্তি পরীমনি


porimoni

ফাইল ছবি

শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। একই সঙ্গে জ্বর নিয়ে ভর্তি রয়েছেন তার সন্তানও। বিষয়টি নিশ্চিত করেছেন নায়িকার ঘনিষ্ঠজন।

পরীমনির ঘনিষ্ঠ সূত্র জানায়, তীব্র শ্বাসকষ্টের কারণে চিকিৎসক নিয়মিত নেবুলাইজ করার পরামর্শ দিয়েছেন। আপাতত শ্বাসকষ্ট কমলেও এখনো প্রচণ্ড জ্বর ও শরীরব্যথায় ভুগছেন তিনি। চিকিৎসকদের মতে, সুস্থ হতে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে।

এদিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে পরীমনি ইঙ্গিত দিয়েছেন, তিনি খুব একটা ভালো নেই। পোস্টে তিনি লিখেছেন— “এই শহরের একটি বেসরকারি হাসপাতালের আত্মকাহিনি! কত শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক!”
পোস্টের শেষে তিনি উল্লেখ করেন, শিগগিরই বিস্তারিত জানাবেন।

এর আগে গত ১০ আগস্ট ঢাকার একটি পাঁচতারা হোটেলে ঘনিষ্ঠজনদের নিয়ে ছেলের জন্মদিন পালন করেন পরীমনি। জন্মদিনের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।