রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বিনোদন ডেস্ক বিনোদন ১৯ অগাস্ট ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
শেয়ার

বুসান ফিল্ম ফেস্টিভ্যালে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ প্রবর্তন


busan-film-festivalদক্ষিণ কোরিয়ার বুসান শহরে অনুষ্ঠিত বিশ্বস্বীকৃত চলচ্চিত্র উৎসব বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে (বিআইএফএফ) ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ নামে একটি নতুন আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার প্রবর্তন করা হয়েছে। মূলত বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে এ পুরস্কার প্রবর্তন করেছেন আয়োজকরা।

মঙ্গলবার (১৯ আগস্ট) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯-২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রথমবারের মতো এ পুরস্কার প্রদান করা হবে। উৎসবের সমাপনী দিনে পুরস্কারটি তুলে দেয়া হবে বিজয়ী নির্মাতার হাতে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বুসান ফিল্ম ফেস্টিভালের ‘ভিশন এশিয়া’ বিভাগে প্রতিযোগিতা করা সিনেমাগুলোর মধ্য থেকে একটি সিনেমাকে জুলাই মেমোরিয়াল প্রাইজ দেওয়া হবে। সামাজিক ন্যায়বিচার, মত প্রকাশের স্বাধীনতা এবং নাগরিক অধিকার ও অসাম্যের বিরুদ্ধে লড়াই- এসব বিষয়ের ওপর নির্মিত যোগ্য চলচ্চিত্রকে এ পুরস্কার দেওয়া হবে।

ফিল্ম ফেস্টিভালে জুলাই মেমোরিয়াল প্রাইজ ছাড়াও বাকি পুরস্কারের মধ্যে রয়েছে অ্যাক্টরস অব দ্য ইয়ার, ফিপ্রেসি অ্যাওয়ার্ড, কেবি ভিশন অডিয়েন্স অ্যাওয়ার্ড, ফেস অব দ্য ফিউচার অ্যাওয়ার্ড, কেবিএস ইনডিপেনডেন্ট অ্যাওয়ার্ড, নেটপ্যাক অ্যাওয়ার্ড, সংউন ভিশন অ্যাওয়ার্ড, সিজিভি অ্যাওয়ার্ড, তাইপে ফিল্ম কমিশন অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া–ভিশন এশিয়া অ্যাওয়ার্ড।