রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২০ অগাস্ট ২০২৫, ৭:৫১ পূর্বাহ্ন
শেয়ার

ভারতের শীর্ষ ৬ ধনী কমেডিয়ান


Comedian
ভারতে বিনোদনের অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো কমেডি। টেলিভিশন, ডিজিটাল প্ল্যাটফর্ম কিংবা স্ট্যান্ডআপ মঞ্চ, সবখানেই দর্শকের মন জয় করে অর্থনৈতিক সফলতাও অর্জন করেছেন কৌতুকশিল্পীরা। চলুন দেখে নেওয়া যাক, বর্তমানে দেশটির সবচেয়ে ধনী ৬ কৌতুক তারকা কত আয় করেন।

কপিল শর্মা

‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ এ জয়ী হয়ে কপিল শর্মার যাত্রা শুরু। এরপর ‘কমেডি নাইটস উইথ কপিল’ ও বর্তমানে ‘দ্য কপিল শর্মা শো’ তাকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শীর্ষে। তার আনুমানিক সম্পদের পরিমাণ প্রায় ৩০০ কোটি রুপি, যা তাকে ভারতের সবচেয়ে ধনী কৌতুক তারকা বানিয়েছে।

ভারতী সিং

ভারতের সবচেয়ে সফল নারী কৌতুক তারকাদের মধ্যে অন্যতম ভারতী সিং। টেলিভিশনের বিভিন্ন কমেডি শো, রিয়েলিটি শো উপস্থাপনা এবং ইউটিউব কনটেন্টের মাধ্যমে তিনি গড়ে তুলেছেন প্রায় ২৫-৩০ কোটি রুপি সম্পদ।

সুনীল গ্রোভার

‘গুত্তি’ ও ‘ড. মাশহুর গুলাটি’ চরিত্রে অভিনয় করে সুনীল গ্রোভার ঘরে ঘরে জনপ্রিয়। টেলিভিশনের পাশাপাশি তিনি এখন সিনেমা ও ওয়েব সিরিজেও সমান সফল। তার মোট সম্পদ প্রায় ২১ কোটি রুপি।

কিকু শারদা

‘টক টু মাই হ্যান্ড’ ডায়লগ দিয়ে আলোচিত কিকু শারদা ভারতের সবচেয়ে প্রিয় কৌতুক অভিনেতাদের একজন। টিভি শো ও সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি ‘দ্য কপিল শর্মা শো’ এর নিয়মিত মুখ। তার মোট সম্পদ আনুমানিক ৩৩-৪০ কোটি রুপি।

হর্ষ লিম্বাচিয়া

লেখক, প্রযোজক, সঞ্চালক ও কৌতুকশিল্পী হর্ষ লিম্বাচিয়া বহু শো-এর জন্য চিত্রনাট্য লিখেছেন, যার মধ্যে আছে ‘দ্য কপিল শর্মা শো’। নিজের তৈরি ‘খত্রা খত্রা খত্রা’ তেও জনপ্রিয় হয়েছেন। ২০২৫ সাল পর্যন্ত তার সম্পদ প্রায় ১৫-২০ কোটি রুপি।

কৃষ্ণা অভিষেক

দারুণ কমিক টাইমিং আর প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্য কৃষ্ণা অভিষেকের আলাদা ভক্তশ্রেণি আছে। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে তার উপস্থিতি দর্শক টানে। এছাড়া তিনি অভিনয় করেছেন ‘বোল বচ্চন’, ‘এন্টারটেইনমেন্ট’ ও ‘ক্যা কুল হ্যায় হাম ৩’-এর মতো ছবিতে। তার বর্তমান সম্পদ প্রায় ৪০ কোটি রুপি।

সূত্র: ডিএনএ ইন্ডিয়া