রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২০ অগাস্ট ২০২৫, ৪:৩৭ অপরাহ্ন
শেয়ার

‘ওয়ার ২’র ক্ষতি পোষাতে কি যশ রাজ ফিল্মস খরচ করবে ‘সাইয়ারা’র লাভ?


war2-Saiyara
বলিউডের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস (ওয়াইআরএফ) একই বছরে মাত্র এক মাসের ব্যবধানে অর্জন করেছে দু্টি বিপরীত অভিজ্ঞতা। একদিকে বছরের সবচেয়ে লাভজনক ছবি, অন্যদিকে বছরের সবচেয়ে বড় ব্যর্থতা।

অভিনেতা আহান পান্ডে ও অনিত পদ্দা অভিনীত ‘সাইয়ারা’ বক্স অফিসে ব্লকবাস্টার সাফল্য পাওয়ার পরপরই, হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত ‘ওয়ার ২’ ভরাডুবির মুখে পড়ে। বলিউড মহলে এখন আলোচনা চলছে—এ যেন যশ রাজ ফিল্মসের “কভি খুশি কভি গম” মুহূর্ত।

‘ওয়ার ২’র ভরাডুবি, ‘সাইয়ারা’র ঝড়ো সাফল্য

বাণিজ্য বিশ্লেষক কোমল নাহটার হিসাবে, পরিচালক অয়ান মুখার্জির বিশাল বাজেটের (৪০০ কোটি রুপি) ‘ওয়ার ২’ এ পর্যন্ত মাত্র ২৯১ কোটি রুপি আয় করেছে। ফলে ছবিটি শেষ পর্যন্ত প্রায় ৬৫-৭০ কোটি রুপি লোকসান গুনতে হবে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, মাত্র ৪০-৫০ কোটি রুপি বাজেটে নির্মিত ‘সাইয়ারা’ বিশ্বব্যাপী প্রায় ৫৪৮ কোটি রুপি আয় করেছে। অর্থাৎ ছবিটি অন্তত ৩০০ কোটির বেশি মুনাফা এনে দেবে। ফলে ‘ওয়ার ২’এর ক্ষতি সহজেই পুষিয়ে যাবে, বরং প্রযোজনা প্রতিষ্ঠানটি ভালো অঙ্কের মুনাফাতেই থাকবে।

কী শিক্ষা পেল যশ রাজ ফিল্মস?

সিনেমা বিশ্লেষকরা বলছেন, ‘ওয়ার ২’এর ব্যর্থতা প্রমাণ করেছে যে, শুধুমাত্র সিক্যুয়েল বানানো বা সিনেমাটিক ইউনিভার্সে ভরসা করলেই হবে না,দর্শককেও গুরুত্ব দিতে হবে, ছবিকে নির্মাণ করতে হবে সততা ও মৌলিকতায়।

এখন সকলের চোখ ইয়াশরাজ ফিল্মসের পরবর্তী বড় প্রজেক্টের দিকে—আলিয়া ভাট ও শারভারি অভিনীত ‘আলফা’, যা মুক্তি পাবে ২০২৫ সালের বড়দিনে।

সূত্র: ডিএনএ ইন্ডিয়া