
শুধু সিনেমা নয়, বলিউডের নায়িকারা এখন ব্যবসায়িক দুনিয়াতেও দারুণ সাফল্য দেখাচ্ছেন। বক্স অফিস কাঁপানোর পাশাপাশি তারা নিজেদের ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন স্কিনকেয়ার, পোশাক, রেস্তোরাঁ থেকে শুরু করে বেভারেজ ব্র্যান্ড পর্যন্ত নানা খাতে। চলুন জেনে নেওয়া যাক—কারা কীভাবে ব্যবসায় নাম লিখিয়েছেন:

শিল্পা শেঠি – বাস্টিয়ান
শিল্পা শেঠি রেস্তোরাঁ ব্যবসায় নাম লেখান ‘বাস্টিয়ান’ দিয়ে। বর্তমানে তিনি এই ব্র্যান্ডের একাধিক শাখার সহ-মালিক। তার রেস্তোরাঁ বলিউড সেলিব্রিটিদের জন্য এক অন্যতম আড্ডাস্থল হিসেবে পরিচিত।

ভূমি পেডনেকর – ব্যাক বে
সম্প্রতি ভূমি পেডনেকর উদ্যোক্তা হিসেবে ‘ব্যাক বে’ নামের একটি প্রিমিয়াম বেভারেজ ব্র্যান্ড চালু করেছেন। হিমাচলে অবস্থিত কারখানায় উৎপাদিত এই পানি প্রাকৃতিক খনিজ ও ইলেক্ট্রোলাইটসমৃদ্ধ। প্রতিষ্ঠানটির লক্ষ্য উচ্চমানের হাইড্রেশন বাজারে নিয়ে আসা।

দীপিকা পাড়ুকোন – ৮২ই (82E)
দীপিকা ২০২২ সালে স্কিনকেয়ার ব্র্যান্ড ‘৮২ই’ চালু করেন। ভারতীয় প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই সেলফ-কেয়ার প্রোডাক্টস বর্তমানে তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয়।

আলিয়া ভাট – এড-আ-মাম্মা (Ed-a-Mamma)
আলিয়া ২০২০ সালে শিশুদের পোশাকের ব্র্যান্ড ‘এড-আ-মাম্মা’ চালু করেন। পরিবেশবান্ধব ও টেকসই উপকরণ দিয়ে তৈরি পোশাকের জন্য ব্র্যান্ডটি ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।

কৃতি শ্যানন – হাইফেন (Hyphen)
২০২৩ সালে কৃতি শ্যানন স্কিনকেয়ার ব্র্যান্ড ‘হাইফেন’ নিয়ে আসেন। ব্র্যান্ডটির প্রধান কাস্টমার অফিসার হিসেবে গবেষণা, নকশা, টেস্টিং ও গ্রাহক সন্তুষ্টি—সব কিছুতেই তিনি সরাসরি যুক্ত।

ক্যাটরিনা কাইফ – কে বিউটি (Kay Beauty)
২০১৯ সালে ক্যাটরিনা কাইফ ভারতের প্রথম সেলিব্রিটি মালিকানাধীন বিউটি ব্র্যান্ড ‘কে বিউটি’ চালু করেন। বর্তমানে এটি ১৬০০ শহরের ৩০০টির বেশি স্টোরে পাওয়া যায়।
শুধু সিনেমায় সফল নন, এই বলিউড অভিনেত্রীরা ব্যবসায়িক দুনিয়াতেও নিজেদের আলাদা পরিচয় তৈরি করেছেন। তারা প্রমাণ করছেন—নারী শক্তি শুধু পর্দায় নয়, বাস্তব দুনিয়াতেও সমানভাবে প্রভাব বিস্তার করতে পারে।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া


























