বলিউডে আসছে অ্যাকশন ও রোম্যান্সে ভরপুর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বাঘি ৪’। টাইগার শ্রফের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন সোনম বাজওয়া, সঞ্জয় দত্ত এবং সাবেক মিস ইউনিভার্স হারনাজ সান্ধু। হারনাজ এ সিনেমার মাধ্যমেই বলিউডে অভিষেক করছেন।
শুক্রবার মুক্তি পেয়েছে ছবির দ্বিতীয় গান ‘বাহলি সোহণি’, যেখানে টাইগার শ্রফ ও হারনাজকে জুটি হিসেবে দেখা গেছে। নতুন এ জুটির ঝলমলে রসায়নে মুগ্ধ ভক্তরা। এর আগে মুক্তি পাওয়া প্রথম গান ‘গুজারা’ দর্শক-শ্রোতাদের হৃদয় ছুঁয়ে গিয়েছিল। নতুন গানটিতে আরও প্রাণবন্ত আবহ তৈরি হয়েছে।
চিরসবুজ কোরিওগ্রাফার ফারাহ খান গানের নৃত্যনির্দেশনা দিয়েছেন। গানটি গেয়েছেন মানি মউদগিল, বাদশাহ ও নিকিতা গান্ধী। সুর ও কথায় ছিলেন মানি মউদগিল ও বাদশাহ।
গানটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা। একজন লিখেছেন, “টাইগার ও হারনাজের জুটি অসাধারণ। ‘বাঘি ৪’ হবে টাইগারের বহুল প্রতীক্ষিত কামব্যাক।” আরেকজন মন্তব্য করেছেন, “বিশ্বাসই হচ্ছে না এটি হারনাজের প্রথম সিনেমা। তিনি পর্দায় এতটাই স্বাভাবিক ও প্রাণবন্ত লাগছেন, মনে হচ্ছে জন্মগতভাবেই অভিনেত্রী।” বাদশাহকে প্রশংসা করে এক ভক্ত লিখেছেন, “বাদশাহ আবারও হৃদয় ও চার্ট দখল করতে ফিরেছেন।”
ডিএনএ ইন্ডিয়া’র খবরে বলা হয়েছে, ছবিটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা এবং পরিচালনায় রয়েছেন এ. হর্ষা। আসছে ৫ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘বাঘি ৪’। তবে বক্স অফিসে ছবিটি টক্কর দেবে বিবেক অগ্নিহোত্রীর রাজনৈতিক নাটক ‘দ্য বেঙ্গল ফাইলস’, যেখানে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার, পল্লবী যোশী, সিমরত কৌর ও সাস্বতা চট্টোপাধ্যায় প্রমুখ।


























