
এক সময়ের জনপ্রিয়তম তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশীদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। ইতিমধ্যে মায়ের হাত ধরে শোবিজে পা রেখেছে আইরা।
মায়ের সাথে বিজ্ঞাপনে অভিনয়ের রেশ কাটতে না কাটতেই এবার বাবার সঙ্গেও বিজ্ঞাপন করলো আইরা।একটি মাল্টিন্যাশনাল কোম্পানির টুথপেস্টের বিজ্ঞাপনে কাজ করেছেন তাহসান ও তার মেয়ে। মিথিলার মতো তাহসানের সঙ্গেও দারুন সাবলিলভাবে পর্দায় নিজেকে উপস্থাপন করেছেন আইরা। তা দেখে নেটিজেনরা বলছে, এই মেয়ে চর্চা চালিয়ে গেলে শোবিজে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে পারবেন।
শুধু সাধারণ দর্শকই নয়, কলকাতার বিখ্যাত নির্মাতা সৃজিত মুখার্জি পর্যন্ত আইরার পর্দা উপস্থিতির প্রশংসা করেছেন। তিনি সেখানকার প্রথমসারির গণমাধ্যম আনন্দবাজারকে বলেন, তার কোন ছবির গল্পে উপযুক্ত কোন চরিত্র থাকলে আইরাকেই কাস্ট করবেন!
আইরা ছোটবেলা থেকেই বাবা তাহসানের সঙ্গে গান করেন। বাদ্যযন্ত্রও বাজাতে জানেন। সেই মুহূর্তগুলো তাহসান দু-একবার সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন। তখন থেকেই অনেকে ধারণা করেছিল মেয়ে হয়ত বড় হয়ে বাবার মতো জনপ্রিয় শিল্পী হবেন।


























