রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৪ অগাস্ট ২০২৫, ৬:৩৮ পূর্বাহ্ন
শেয়ার

হলিউডের ক্লাসিক ছবির অবলম্বনে তৈরি ৫ বলিউড সিনেমা


Bollywood
বলিউড বরাবরই বিশ্ব সিনেমা থেকে প্রেরণা নিয়েছে। বিশেষ করে হলিউডের বিশাল গল্পভাণ্ডার দীর্ঘদিন ধরেই বলিউড চলচ্চিত্র নির্মাতাদের অনুপ্রেরণা জুগিয়েছে। অনেক বলিউড ব্লকবাস্টার সিনেমা হলিউডের কালজয়ী ছবির ছায়া অবলম্বনে তৈরি হলেও তাতে যুক্ত হয়েছে নিজস্ব সাংস্কৃতিক ছোঁয়া ও মশলাদার উপাদান। ফলে সেগুলো দর্শকপ্রিয়তা পেয়েছে। নিচে থাকছে এমনই পাঁচটি জনপ্রিয় বলিউড সিনেমা, যেগুলো অনুপ্রাণিত হয়েছে হলিউডের বিখ্যাত ছবিগুলো থেকে।

বাজিগর (১৯৯৩) – অনুপ্রেরণা: এ্যা কিস বিফোর ডাইং

শাহরুখ খানের ক্যারিয়ারের মোড় ঘোরানো থ্রিলার ‘বাজিগর’ অনেকাংশে তৈরি হয়েছে ১৯৫৬ সালের হলিউড ক্লাসিক ‘এ্যা কিস বিফোর ডাই’ এর ছায়া অবলম্বনে। মূল ছবিতে ধন-সম্পদের জন্য খুনে লিপ্ত এক যুবকের গল্প থাকলেও ‘বাজিগর’ এ সেই চরিত্রকে রূপ দেওয়া হয় এক আকর্ষণীয় কিন্তু নির্মম অ্যান্টি-হিরো হিসেবে।

কাঁটে (২০০২) – অনুপ্রেরণা: রিজারভিয়র ডগস

সঞ্জয় গুপ্ত পরিচালিত ‘কাঁটে’ মূলত কুয়েন্টিন ট্যারান্টিনোর কাল্ট ক্লাসিক ‘রিজারভিয়র ডগসএ’ দ্বারা প্রভাবিত। অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত ও সুনীল শেট্টিকে নিয়ে নির্মিত এ ছবিতে ডাকাতি ঘিরে গল্পে যুক্ত হয় বলিউডীয় আবেগ, নাটকীয়তা ও স্টাইলাইজড অ্যাকশন।

সরকার (২০০৫) – অনুপ্রেরণা: দ্যা গডফাদার

রাম গোপাল ভার্মার ‘সরকার’ এ অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন ও কে কে মেনন। ছবিটি নির্মিত হয়েছে ফ্রান্সিস ফোর্ড কপোলার কিংবদন্তি সৃষ্টি ‘দ্যা গডফাদার’ এর আদলে। তবে যেখানে হলিউড ক্লাসিক ঘুরপাক খেয়েছিল ইতালীয় মাফিয়াদের গল্পে, সেখানে সরকার কাহিনি বুনেছে মুম্বাইয়ের রাজনৈতিক–অপরাধ জগৎকে ঘিরে।

দিল হ্যায় কি মানতা নাহি (১৯৯১) – অনুপ্রেরণা: ইট হ্যাপেন্ড ওয়ান নাইট

আমির খান ও পূজা ভাট অভিনীত এ রোমান্টিক কমেডি তৈরি হয়েছে ১৯৩৪ সালের অস্কারজয়ী হলিউড ছবি ‘ইট হ্যাপেন্ড ওয়ান নাইট’ এর অনুকরণে। রোড ট্রিপ, রোমান্স আর মজার সংলাপ মিলিয়ে বলিউড দর্শকদের কাছে এটি ছিল এক নতুন ধরনের রোম–কম অভিজ্ঞতা।

পার্টনার (২০০৭) – অনুপ্রেরণা: হিচ

সালমান খান ও গোবিন্দা অভিনীত পার্টনার নির্মিত হয়েছে উইল স্মিথ অভিনীত হলিউড রোমান্টিক কমেডি ‘হিচ’ এর ছায়ায়। দেশীয় টুইস্ট আর গোবিন্দার কৌতুকময় অভিনয় ছবিটিকে বক্স অফিসে ব্যাপক সফল করে তোলে।

সমালোচনা থাকলেও বলিউডের এসব অভিযোজন প্রমাণ করে, গল্প সংস্কৃতির সীমা মানে না। হলিউডের কাহিনিকে দেশীয় স্বাদে মিশিয়ে বলিউড নিজের মতো করে সাফল্য অর্জন করেছে, যা প্রজন্মের পর প্রজন্মের দর্শকদের বিনোদন দিয়ে আসছে।

সূত্র: ডিএনএ ইন্ডিয়া