রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৭ অগাস্ট ২০২৫, ৩:১১ অপরাহ্ন
শেয়ার

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে একসঙ্গে মামলা


Shahrukh-Deepika

পর্দায় যাদের রসায়নে মুগ্ধ কোটি দর্শক, সেই শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন এবার খবরের শিরোনামে এক ভিন্ন কারণে। ভারতের ভরতপুরের কীর্তি সিং নামের এক ব্যক্তি সরাসরি তাদের বিরুদ্ধে দায়ের করেছেন এফআইআর, আর তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে চলচ্চিত্রপাড়া থেকে ভক্তমহল সবখানেই। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০২২ সালের জুনে কীর্তি সিং একটি হুন্ডাই আলকাজার গাড়ি কেনেন। কয়েক মাসের মধ্যেই সেই গাড়িতে একের পর এক প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়।

একাধিকবার অভিযোগ জানানোর পরও সমাধান না হওয়ায় প্রতারিত হয়েছেন বলে দাবি করেছেন তিনি। এই অভিযোগের ভিত্তিতে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং হুন্ডাই-এর ছয় কর্মকর্তার নাম উল্লেখ করে এফআইআর দায়ের হয়েছে ভরতপুরে। তারকাদের নাম এফআইআরে যুক্ত হওয়ার কারণ হিসেবে বলা হয়েছে—তারা ওই গাড়ির প্রচার করেছিলেন।