রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৩০ অগাস্ট ২০২৫, ৯:১৬ পূর্বাহ্ন
শেয়ার

রাজশাহীতে জাতীয় পার্টির অফিসে ভাঙচুর, আগুন


JP-office-Fire
রাজশাহীতে শুক্রবার গভীর রাতে নগরীর গণকপাড়া এলাকায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর আর অগ্নিসংযোগ হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ঢাকার কাকরাইলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদেই এই সহিংসতা ছড়িয়ে পড়ে।

রাত সাড়ে ১১টার দিকে সাহেববাজার জিরো পয়েন্ট থেকে “ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য”র ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। এনসিপির রাজশাহী মহানগর প্রধান সমন্বয়ক মোবাশ্বের আলীর ডাকে এই মিছিলে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। মিছিলজুড়ে ধ্বনিত হতে থাকে স্লোগান— “জাতীয় পার্টি স্বৈরাচার, প্রশাসন পাহারাদার”, “আপা গেছে যে পথে, জাপা যাবে সে পথে”, “আমার ভাইকে মারলো কেন, ক্যান্টনমেন্ট জবাব চাই।”

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ তোলেন, ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতির সময় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সহযোগী বাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা একসঙ্গে হামলা চালিয়েছে গণঅধিকার পরিষদের কর্মীদের ওপর। এ সময় তারা সেনাবাহিনীর তীব্র সমালোচনা করেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দোষীদের অবিলম্বে আইনের আওতায় আনার আহ্বান জানান।

পরে মিছিলটি সাহেববাজার প্রদক্ষিণ করে গণকপাড়া মোড়ে পৌঁছালে পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়। কয়েকজন কর্মী সরাসরি জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায়। অফিস কক্ষের দরজা–জানালা ভাঙচুর করা হয়, ভেতরের আসবাবপত্র ও ছবি বাইরে এনে রাস্তায় আগুন ধরিয়ে দেওয়া হয়। মুহূর্তেই চারপাশে আগুন আর ধোঁয়ার কালো ঘূর্ণি ছড়িয়ে পড়ে।

বোয়ালিয়া মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটে গেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।