
দুবাই রাজকন্যা শেখা মাহরা মোহাম্মদ রাশেদ আল মাকতুম নতুন করে আবারও আলোচনায়। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্বামী শেখ মানা বিন মোহাম্মদ আল মাকতুমের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণা করার পর এবার তিনি বাগদান করলেন মার্কিন-মরোক্কান র্যাপার ফ্রেঞ্চ মন্টানার সঙ্গে।
৩১ বছর বয়সী শেখা মাহরা দুবাইয়ের শাসক ও সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের কন্যা। গ্রিক মা জোয়ি গ্রিগোরাকোসের সন্তান এই রাজকন্যা শিক্ষাজীবন শেষ করেছেন দুবাইতে এবং পরবর্তীতে লন্ডনে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। দাতব্য কার্যক্রম, ঘোড়া ও অশ্বারোহী খেলাধুলার প্রতি তার গভীর অনুরাগ রয়েছে।
শেখা মাহরার মোট সম্পদ আনুমানিক ৩০০ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৩৬.৪৮ বিলিয়ন টাকা)। রাজকীয় ঐতিহ্যের পাশাপাশি নিজস্ব পারফিউম ব্র্যান্ড ‘মাহরা এম১’ থেকে তিনি এই সম্পদ অর্জন করেছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, তার এক বিশেষ সুগন্ধির নামকরণ করা হয়েছে ‘ডিভোর্স’।

ফ্রেঞ্চ মন্টানা কে?
ফ্রেঞ্চ মন্টানার আসল নাম করিম খারবুশ। ৪০ বছর বয়সী এই র্যাপার মরোক্কোর কাসাব্লাঙ্কায় জন্মগ্রহণ করেন এবং ১৩ বছর বয়সে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। নিউইয়র্কের সাউথ ব্রঙ্কসে বেড়ে ওঠা মন্টানা পরবর্তীতে ‘এমসি ফ্রেঞ্চ মন্টানা’ নামে সংগীতে জনপ্রিয়তা পান। তার হিট গানগুলোর মধ্যে রয়েছ ‘আনফরগেটেবল’ ‘নো স্টাইলিস্ট’ ‘ওয়েলকাম টু দ্যা পার্টি’ । বর্তমানে তার মোট সম্পদ প্রায় ২৫ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৩.০৪ বিলিয়ন টাকা)।
তিনি দাতব্য কার্যক্রমেও সক্রিয়। ২০০৭ সালে বিয়ে করা স্ত্রী দিন খারবুশের সঙ্গে ২০১৪ সালে তার বিবাহবিচ্ছেদ হয়। তাদের একটি ছেলে রয়েছে-ক্রুজ খারবুশ, জন্ম ২০১০ সালে।
সম্পর্কের শুরু
মার্কিন বিনোদনমাধ্যম টিএমজেড জানিয়েছে, প্যারিস ফ্যাশন উইক- এ গত জুনে একসঙ্গে র্যাম্পে হেঁটে আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্ক প্রকাশ করেন শেখা মাহরা ও ফ্রেঞ্চ মন্টানা। এর আগে দুবাই সফরের সময় থেকেই দুজনের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। পরবর্তীতে তারা মরক্কো ও দুবাইয়ের অভিজাত রেস্তোরাঁয় একসঙ্গে দেখা দেন, মসজিদ পরিদর্শন করেন এবং প্যারিসে রোমান্টিক মুহূর্ত কাটান। মরুভূমিতে উটের পিঠে ভ্রমণের ছবিও আলোচনায় আসে।

কীভাবে হলো বিচ্ছেদ?
২০২৩ সালের মে মাসে শেখ মানা বিন মোহাম্মদের সঙ্গে শেখা মাহরার বিয়ে হয় এবং তাদের একটি কন্যাসন্তান রয়েছে। তবে সম্পর্ক ভেঙে যায় মাত্র এক বছরের মধ্যে। স্বামীর অবিশ্বস্ততার অভিযোগ তুলে ইনস্টাগ্রামে সরাসরি বিবাহবিচ্ছেদ ঘোষণা করেন শেখা মাহরা। পোস্টে তিনি লেখেন-
“প্রিয় স্বামী, তুমি যখন অন্য সঙ্গীদের নিয়ে ব্যস্ত, আমি এখানেই আমাদের বিচ্ছেদ ঘোষণা করছি। আমি তোমাকে তালাক দিলাম, তালাক দিলাম, তালাক দিলাম। ভালো থেকো- তোমার প্রাক্তন স্ত্রী।”

























