মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) বাংলাদেশিসহ ১০৪ জন বিদেশি নাগরিককে প্রবেশে বাধা দিয়েছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। ইমিগ্রেশন আইনের আওতায় প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তাঁদের মালয়েশিয়ায় ঢুকতে দেওয়া হয়নি।
একেপিএসের এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার (২৯ আগস্ট) বিমানবন্দরে কঠোর পরিদর্শন ও স্ক্রিনিং প্রক্রিয়ায় ওই বিদেশিদের শনাক্ত করা হয়। তাঁদের অধিকাংশই বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে এসেছিলেন। তবে কতজন বাংলাদেশি রয়েছেন তা নির্দিষ্ট করে জানানো হয়নি।
শনিবার (৩০ আগস্ট) স্থানীয় দৈনিক সিনার হারিয়ান এর প্রতিবেদনে বলা হয়, নিষিদ্ধ যাত্রীদের মধ্যে কেউ মালয়েশিয়ায় আসার উদ্দেশ্য স্পষ্টভাবে জানাতে পারেননি, কারও ছিল না বৈধ রিটার্ন টিকিট, আবার কেউ থাকার সঠিক ব্যবস্থা দেখাতে ব্যর্থ হন। এমনকি অনেকের দেওয়া কারণ সন্দেহজনক মনে হওয়ায় তাঁদের প্রবেশাধিকার প্রত্যাখ্যান করা হয়।
এদিকে একেপিএস জানিয়েছে, পূর্বে প্রবেশাধিকার প্রত্যাখ্যাত হওয়া আরও ২৮৮ জন যাত্রী এখনো কেএলআইএতে অবস্থান করছেন। তাঁদের প্রত্যাবাসন প্রক্রিয়া চলছে।
সংস্থাটি বলেছে, মালয়েশিয়ার প্রবেশপথগুলোর নিরাপত্তা ও অখণ্ডতা বজায় রাখতে তারা দৃঢ় পদক্ষেপ অব্যাহত রাখবে এবং শুধু নির্ধারিত শর্ত পূরণকারীদেরই প্রবেশ করতে দেওয়া হবে।




























