
চীনা বিজ্ঞানীদের নেতৃত্বে আন্তর্জাতিক গবেষক দল তৈরি করেছেন এআই-ভিত্তিক ভিশন মডেল। ভবিষ্যতে বিশ্বব্যাপী চক্ষুচিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন আনবে এটি।
আইফএম নামের সিস্টেমটি ১ কোটি ৪৫ লাখ চোখের রোগ সংক্রান্ত ছবি ও চিকিৎসা-নথির ওপর প্রশিক্ষিত। এটি তৈরি করেছে সিংহুয়া বিশ্ববিদ্যালয়, শাংহাই চিয়াও থোং বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক সহযোগীরা।
চীন, ভারত, মালয়েশিয়া, ডেনমার্ক, ইকুয়েটোরিয়াল গিনি ও যুক্তরাষ্ট্রের মোট ৪৪ জন চক্ষু বিশেষজ্ঞ বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে এর কার্যকারিতা পরীক্ষা করেন। মডেলটিতে রয়েছে ‘ডাক্তার প্রতিক্রিয়া’ ফিচার, যা একে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে জটিল হাসপাতাল পর্যন্ত ব্যবহারযোগ্য করে তুলেছে।
আগের এআই টুলগুলো সাধারণত এক ধরনের তথ্য থেকে শিক্ষা নিত, ফলে চিকিৎসকের মতো বহুমাত্রিক বিশ্লেষণ করতে পারত না। কিন্তু আইএফএম র্যান্ডমাইজড ট্রায়ালেও সফল হয়েছে।

























