রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বিনোদন ডেস্ক বিনোদন ৫ সেপ্টেম্বর ২০২৫, ৬:২০ অপরাহ্ন
শেয়ার

কুষ্টিয়ার বিএনপির সমাবেশে বক্তব্য দিলেন অভিনেত্রী অপু বিশ্বাস


apu-biswas

বক্তব্য দিচ্ছেন অপু বিশ্বাস

আওয়ামী লীগ সরকারের সময় সংরক্ষিত নারী আসনে প্রার্থী হওয়ার প্রত্যাশা করেছিলেন নায়িকা অপু বিশ্বাস। একাধিকবার দলটির নির্বাচনী প্রচারণায়ও অংশ নিয়েছিলেন তিনি। তবে এবার বিএনপির আয়োজিত সমাবেশের মঞ্চে দেখা গেল এই জনপ্রিয় অভিনেত্রীকে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন অপু বিশ্বাস। সঙ্গে ছিলেন অভিনেতা নিরব হোসেন। খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেনের আমন্ত্রণে তারা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বিপুল জনসমাগমের মধ্যে মঞ্চে বক্তব্য রাখেন অপু বিশ্বাস। তিনি বলেন, ঢাকা থেকে সাত ঘণ্টার ভ্রমণ শেষে এখানে এসেছি আপনাদের সঙ্গে দেখা করতে ও কথা বলতে। আমি একজন শিল্পী, এটাই আমার পরিচয়। এই পরিচয়ে আমি দর্শকের ভালোবাসা পেয়েছি। তাই আপনাদের কাছাকাছি আসি।

তিনি আরও বলেন, আমি বগুড়ার মেয়ে। এর আগে রাজবাড়ী এসেছিলাম কিন্তু খোকসায় এবারই প্রথম এলাম। এখানে আনার জন্য রিপন ভাইকে ধন্যবাদ জানাই। তিনি আপনাদের সেবা করতে চান। আমি চাই, আপনারা তাকে সেই সুযোগ দেবেন। যে মানুষ জনগণের চাওয়া-পাওয়ার মূল্য দিতে জানে, সে-ই বড় মনের মানুষ।