
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বলেছেন, বিএনপি নেতা সৃষ্টি করে, আর আওয়ামী লীগ গডফাদার তৈরি করে। এ কারণে বরিশাল-১ আসনে বিএনপির চারজন কেন্দ্রীয় নেতা থাকলেও আওয়ামী লীগের এখানে মাত্র একজন কেন্দ্রীয় গডফাদার রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই নেতা আরও বলেন, নতুন বাংলাদেশে সেই গডফাদারদের আর কোনো স্থান থাকবে না।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গসংগঠনের আয়োজনে শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে আগৈলঝাড়া উপজেলা সদরের বিএইচপি একাডেমির মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সমাবেশে বিএনপি’র কেন্দ্রীয় এই নেতা বলেন, “আগামী জাতীয় নির্বাচনে ব্যক্তি বা নেতার পক্ষে নয়; ধানের শীষের পক্ষে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের একত্রিত হতে হবে।
জাতীয়তাবাদী কৃষক দলের বরিশাল জেলা উত্তর শাখার সদস্য সচিব ভিপি সেলিম সরদারের সভাপতিত্বে বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন সমাবেশে।



























