
“মার্কেটিং ওয়েল বিং” প্রতিপাদ্য নিয়ে আসন্ন ৮ম বাংলাদেশ মার্কেটিং ডে ২০২৫-এর লোগো উন্মোচন করা হয়েছে। আসছে ১৬ ও ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য দুইদিনের এই আয়োজনে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান, কর্পোরেট হাউস এবং কেন্দ্রীয়ভাবে বাংলা একাডেমি প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
১৬ অক্টোবর সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও কর্পোরেট হাউসসমূহে দিবসটি উদযাপিত হবে। ১৭ অক্টোবর বাংলা একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী কেন্দ্রীয় অনুষ্ঠান হবে, যেখানে দেশসেরা বিপণন ও বিক্রয় পেশাজীবীরা অংশ নেবেন।
দেশের বৃহত্তম সেলস ও মার্কেটিং পেশাজীবী কমিউনিটির কল্যাণ ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও এ আয়োজন করছে মার্কেটারস’ ইনস্টিটিউট বাংলাদেশ (MIB)।




















