
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত চ্যাটবট কে ভবিষ্যতের সুপার-ইন্টেলিজেন্ট এআইয়ের সম্ভাব্য বিপদের সতর্কবার্তা হিসেবে দেখা উচিত বলে মন্তব্য করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা নিরাপত্তা বিশেষজ্ঞ নেট সোয়ারেস।
সাবেক গুগল ও মাইক্রোসফট প্রকৌশলী সোয়ারেস বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক মেশিন ইন্টেলিজেন্স রিসার্চ ইনস্টিটিউটের (MIRI) প্রেসিডেন্ট। তিনি সতর্ক করে বলেন, মানবজাতি যদি কৃত্রিম সুপার-ইন্টেলিজেন্স (ASI) তৈরি করে, তবে তা মানুষের অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।
সম্প্রতি প্রকাশিত ইফ এনিওয়ান বিল্ডস ইট, এভরিওয়ান ডাইস (If Anyone Builds It, Everyone Dies) নামের বইয়ের সহ-লেখক সোয়ারেস বলেন, যুক্তরাষ্ট্রের কিশোর অ্যাডাম রেইনের আত্মহত্যার ঘটনা দেখিয়ে দিয়েছে প্রযুক্তি কতটা অনাকাঙ্ক্ষিত ফল বয়ে আনতে পারে। রেইন মাসের পর মাস চ্যাট জিপিটির (ChatGPT) সঙ্গে কথোপকথনের পর আত্মহত্যা করেন।
সোয়ারেস বলেন, “এই এআইগুলো যখন এমনভাবে কিশোরদের সঙ্গে যুক্ত হয় যে তা আত্মহত্যার মতো পরিণতি ডেকে আনে, যদিও এটি এআই মেকারদের উদ্দেশ্য ছিল না। কিন্তু এটিই দেখাচ্ছে ভবিষ্যতে সুপার-ইন্টেলিজেন্ট এআই হলে বিপর্যয় কত ভয়াবহ হতে পারে।”
বইটিতে একটি কাল্পনিক দৃশ্যের বর্ণনা রয়েছে, যেখানে “সেবল” নামক একটি এআই সিস্টেম ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, মানুষকে প্রভাবিত করে, কৃত্রিম ভাইরাস তৈরি করে এবং শেষ পর্যন্ত সুপার-ইন্টেলিজেন্ট হয়ে পৃথিবীকে নিজের উদ্দেশ্যে ব্যবহার করার সময় পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে মানবজাতিকে ধ্বংস করে ফেলে।
তবে এ বিষয়ে ভিন্নমতও রয়েছে। মেটার প্রধান এআই বিজ্ঞানী ইয়ান লে-কুন মনে করেন, এআই মানবজাতিকে বাঁচাতে সাহায্যও করতে পারে।
সোয়ারেসের মতে, “প্রযুক্তি কোম্পানিগুলো সহায়ক এআই বানাতে চায়, ক্ষতিকর নয়। কিন্তু শেষ পর্যন্ত এআই ভিন্ন কিছু করে বসে। এটাই দেখায়, ভবিষ্যতের সুপার-ইন্টেলিজেন্স মানুষের অজান্তেই ভয়াবহ কিছু ঘটাতে পারে।”
তিনি প্রস্তাব করেন, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির মতো আন্তর্জাতিক সমঝোতার মাধ্যমে সুপার-ইন্টেলিজেন্সের দিকে অগ্রযাত্রা বন্ধে বৈশ্বিক নিষেধাজ্ঞা জারি করা উচিত।
অন্যদিকে, অ্যাডাম রেইনের পরিবার ইতোমধ্যে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে। ওপেনএআই পরিবারকে গভীর সমবেদনা জানিয়ে জানিয়েছে, কিশোর-কিশোরীদের জন্য ঝুঁকিপূর্ণ কনটেন্ট ও আচরণের বিষয়ে তারা নতুন গার্ডরেইল চালু করছে।
মনোরোগ বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, পেশাদার থেরাপিস্টের বদলে যদি দুর্বল মানসিক অবস্থার মানুষ এআই চ্যাটবটের ওপর নির্ভর করে, তবে তারা “বিপজ্জনক অন্ধকারে” হারিয়ে যেতে পারে।


























