নেপালে চলমান সরকারবিরোধী বিক্ষোভের জেরে বাংলাদেশ নেপালের দ্বিতীয় প্রীতি ম্যাচ স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা)
সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জরুরি বৈঠকে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা শেষে ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেয় আনফা কর্তৃপক্ষ। আনফার পক্ষ থেকে জানানো হয়, দেশের এই সংকটময় মুহূর্তে ম্যাচ আয়োজন সম্ভব নয়।
আগামীকাল (৯ সেপ্টেম্বর) কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। বিকেল ৩টায় অনুশীলন করারও পরিকল্পনা ছিল জামাল ভূঁইয়াদের। তবে আন্দোলনের কারণে হোটেল থেকে বের হতে না পারায় অনুশীলন বাতিল হয়েছে বলে জানিয়েছেন বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব।
এর আগে দুপুরে টিম হোটেলেই ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় অনুশীলনের সময়সূচি থাকলেও সোয়া ২টার দিকে হোটেলের লবিতে গিয়ে দল জানতে পারে যে বাইরে যাওয়া যাবে না। স্টেডিয়ামের আশপাশে শিক্ষার্থীদের অবরোধ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে নেপালে যায় বাংলাদেশ দল। প্রথম ম্যাচে (৬ সেপ্টেম্বর) গোলশূন্য ড্র করে তারা। দ্বিতীয় ম্যাচটি মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আন্দোলনের কারণে তা স্থগিত করা হলো।




























