রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১০ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪৪ পূর্বাহ্ন
শেয়ার

এই সুখে যেন কারও নজর না লাগে: পরীমণি


Pori-Moni
চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদ এবং নানা শামসুল হক গাজীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে নতুন পথচলা শুরু করেছেন নায়িকা পরীমণি। ব্যক্তিজীবনের নানা ধাক্কা সামলে ফের কাজে নিয়মিত হচ্ছেন তিনি। সম্প্রতি ক্যারিয়ারের প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ অসাধারণ অভিনয়ের স্বীকৃতি হিসেবে জনপ্রিয় ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড জিতেছেন এ তারকা।

অ্যাওয়ার্ড হাতে বাড়ি ফিরে আবেগাপ্লুত হন পরীমণি। বুধবার ফেসবুকে এক পোস্টে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সেই অনুভূতি। তিনি লিখেন, “এখন আমার ঘরের দরজা খুলে দেওয়ার মানুষ তারা। নানাভাই মারা যাওয়ার পর আর কেউ আমার ঘরে ফেরার জন্য এভাবে অপেক্ষা করেনি। গতকাল রাতে যখন আমি অ্যাওয়ার্ড নিয়ে বাসায় ফিরলাম তখন দরজা খুলেই তারা দুজন এক ঝাঁপে আমার কোলে উঠে বসল। কী লাগে জীবনে আর!”

সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লেখেন, “শুকরিয়া খোদা। আমি শুধু আল্লাহর কাছে এখন এই দোয়া করি যেন এই সুখে কারো নজর না লাগে। আহা! কী সুন্দর পরিপূর্ণ জীবন আমার। রূপকথার মতো সুন্দর। আলহামদুলিল্লাহ।”

porimoni

এদিকে পরীমণি শিগগিরই শুরু করতে যাচ্ছেন তার পরবর্তী সিনেমা ‘গোলাপ’-এর শুটিং। এতে তার বিপরীতে থাকবেন নিরব। এটি এই দুই তারকার প্রথম জুটি বাঁধা ছবি, যার পরিচালনায় আছেন সামছুল হুদা।

এর আগে পরীমণি শেষ করেছেন ‘ডোডোর গল্প’ ছবির শুটিং। বছর দুয়েক আগে শুরু হওয়া এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক।