রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বিনোদন ডেস্ক বিনোদন ১১ সেপ্টেম্বর ২০২৫, ৯:১১ পূর্বাহ্ন
শেয়ার

চমক নিয়ে আসছেন নব্বই দশকের দুই অভিনেত্রী


kajonবলিউড তারকাদের সঞ্চালনায় চ্যাট শোগুলো বরাবরই জনপ্রিয়। সেই ধারাবাহিকতায় এবার আসছে নতুন আড্ডার অনুষ্ঠান ‘টু মাচ’, যেখানে একসঙ্গে হাজির হচ্ছেন নব্বই দশকের দুই জনপ্রিয় অভিনেত্রী কাজল ও টুইঙ্কেল খান্না। শোটিতে থাকবে আড্ডা, হাস্যরস, মজার কাণ্ড এবং গোপন রহস্য ফাঁসের চমক।

প্রাইম ভিডিও তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টার প্রকাশ করে জানিয়েছে, ‘টু মাচ’ মুক্তি পাচ্ছে আগামী ২৫ সেপ্টেম্বর।

পোস্টারে দেখা গেছে, ঝলমলে পোশাকে মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে আছেন কাজল ও টুইঙ্কেল, মুখে প্রাণবন্ত হাসি। কাজল পরেছেন ঝকঝকে হলুদ রঙের পোশাক, আর টুইঙ্কেলকে দেখা গেছে অফ-শোল্ডার টপ ও বাদামি ব্যাগি প্যান্টে।

দর্শকদের প্রত্যাশা অনুযায়ী, অনুষ্ঠানটি হবে হাস্যরস, স্পষ্টভাষী মতামত ও ব্যক্তিগত জীবনের নানা অজানা দিক প্রকাশের এক জমজমাট প্ল্যাটফর্ম।

কাজলকে সর্বশেষ দেখা গিয়েছিল ২৭ জুন মুক্তিপ্রাপ্ত পৌরাণিক-ভৌতিক ছবি ‘মা’-তে। এছাড়া ওটিটিতে তিনি অভিনয় করেছেন ‘সারজমিন’ সিরিজে এবং শিগগিরই আসছেন ‘ট্রায়াল’ সিরিজের দ্বিতীয় সিজনে, যা মুক্তি পাবে ১৯ সেপ্টেম্বর।

অন্যদিকে, টুইঙ্কেল খান্না দীর্ঘদিন পর ‘টু মাচ’ দিয়েই ফিরছেন পর্দায়।