রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১৩ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫৩ পূর্বাহ্ন
শেয়ার

এবার দিশা পাটানির বাড়ির সামনে গুলি


Disha-Patani
শুক্রবার ভোরে উত্তর প্রদেশের বরেলির সিভিল লাইন্সে বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়ির সামনে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে জানা গেছে। পুলিশি সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর সাড়ে চারটায় দুই দফায় বিমানধর্মী গুলির শব্দ শোনা গেছে, ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রশাসন ঘটনার তদন্ত করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া একটি হিন্দি পোস্টে গোল্ডি ব্রার ও রোহিত গোদারা নামের গ্যাং এই ঘটনার দায় স্বীকার করেছে। দায় নেওয়া ব্যক্তিরা অভিযোগ করেছেন যে দিশা পাটানির বোন খুশবু পাটানি প্রখ্যাত সাধু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে অপমান করেছেন, তাই প্রতিবাদে গুলি চালানো হয়েছে। পোস্টে দুই নাম- বীরেন্দ্র চরণ এবং মহেন্দ্র শরণ (দেলানা) উল্লেখ রয়েছে।

পোস্টের ভাষ্য অনুযায়ী, “জয় শ্রী রাম। আমরা খুশবু পাটানি/দিশা পাটানির বাড়ির সামনে গুলি চালিয়েছি (ভিলা নং ৪০, সিভিল লাইন্স, বরেলি)। উনি আমাদের শ্রদ্ধেয় সাধুদের অসম্মান করেছেন, এটা সহ্য করা হবে না। এটা ছিল কেবল একটি ‘টিজার’- পরবর্তীতে যদি কেউ ধর্ম বা সাধুদের অপমান করে, তাহলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” পোস্টে আরও বলা হয়েছে, বার্তাটি শুধু দিশা পাটানির জন্য নয়- পুরো চলচ্চিত্র জগতের জন্যও সতর্কবার্তা।

পুলিশি প্রতিক্রিয়া অনুযায়ী, ঘটনার সত্যতা ও পোস্টের প্রামাণ্যতা যাচাই করা হচ্ছে এবং অভিযুক্তদের সনাক্ত করতে চেষ্টা চলছে। ঘটনায় আহত বা প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি, প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন ও কেন্দ্র থেকে নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকবে সে সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।

জানা যায়, খুশবু পাটানি একজন অবসরপ্রাপ্ত ভারতীয় মেজর, তিনি অনিরুদ্ধাচার্য মহারাজের নারী-বিরোধী মন্তব্যের বিরুদ্ধে আপত্তি তুলেছিলেন। খুশবুর ওই মন্তব্যের পর প্রেমানন্দ মহারাজের অনুসারীরা তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা করেছেন।