রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০১ অপরাহ্ন
শেয়ার

অক্টোবরে বলিউডে মুক্তি পাচ্ছে প্রতীক্ষিত ৫ সিনেমা


Bollywood-movie
অক্টোবর ২০২৫ বলিউডপ্রেমীদের জন্য হতে যাচ্ছে জমজমাট এক মাস। রোমান্স, থ্রিলার, হরর-কমেডি থেকে শুরু করে সামাজিক নাটক- বর্ণিল ধারার একাধিক ছবি মুক্তি পেতে চলেছে এই মাসে। এর মধ্যে আছে ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’, ‘থামা’, নো এন্টি ২, ‘এক দিওয়ানা কি দিওয়ানিয়াত’ এবং ‘দ্য তাজ স্টোরি’।

চলুন দেখে নেওয়া যাক কোন কোন সিনেমা আসছে এই অক্টোবরেই—

Tulsi-Kumari

সানি সংস্কারি কি তুলসী কুমারী – মুক্তি: ২ অক্টোবর ২০২৫
বরুণ ধাওয়ান ও জাহ্নবী কপূর অভিনীত এই ফ্যামিলি এন্টারটেইনার ছবিতে রোমান্স আর ড্রামার মিশেল থাকবে দারুণভাবে। উৎসবের মৌসুমে মুক্তি পাচ্ছে ছবিটি, যা পরিবার-পরিজন নিয়ে হলে দেখার মতোই এক অভিজ্ঞতা হবে বলে আশা করা হচ্ছে।

Thama

থামা – মুক্তি: ১৭ অক্টোবর ২০২৫
আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মন্দান্না অভিনীত এই হরর-কমেডি ছবি ম্যাডক হরর কমেডি ইউনিভার্স- এর নতুন সংযোজন। ছবিতে আছেন পাওয়ারহাউস অভিনেতা পরেশ রাওয়াল ও নওয়াজুদ্দিন সিদ্দিকিও। হ্যালোইনের ঠিক আগে মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটি ভয়ের সঙ্গে হাসিরও মিশেল উপহার দেবে দর্শকদের।

Ek-Deawani

এক দিওয়ানা কি দিওয়ানিয়াত – মুক্তি: ২১ অক্টোবর ২০২৫
হার্শবর্ধন রানে, সোনম বাজওয়া ও শাদ রন্ধাওয়ার রোমান্টিক থ্রিলার সিনেমাটি প্রেম, আসক্তি ও রহস্যের আবেগঘন গল্প নিয়ে হাজির হচ্ছে। দীপাবলির সময়ে মুক্তি পাচ্ছে ছবিটি, যা থিয়েটারে দর্শক টানার সম্ভাবনা অনেক বেশি।

No-Entry

নো এন্টি ২ – মুক্তি: ২৬ অক্টোবর ২০২৫
২০০৫ সালের ব্লকবাস্টার কমেডি ছবির সিক্যুয়েল আসছে এবার। বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর, তামান্না ভাটিয়া, দিলজিৎ দোসাঞ্জ ও কীর্তি সুরেশের মতো তারকাখচিত কাস্টে ভরপুর এই সিনেমাটি হাস্যরস আর মজার দৃশ্যে ভরপুর হবে। উৎসবের মৌসুমে পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো অন্যতম বড় কমেডি রিলিজ হতে চলেছে এটি।

Taj-Story

দ্য তাজ স্টোরি – মুক্তি: ৩১ অক্টোবর ২০২৫
তুষার অমরিশ গোয়েলের পরিচালনায় তৈরি এই সামাজিক নাট্যধর্মী ছবিতে অভিনয় করেছেন পরেশ রাওয়াল, জাকির হুসেন, অমৃতা খানভিলকার, স্নেহা ওয়াঘ ও নামিত দাস। মাসের শেষ দিন মুক্তি পেতে যাওয়া ছবিটি ভিন্ন ধাঁচের কনটেন্ট খুঁজছেন এমন দর্শকদের জন্য দারুণ অভিজ্ঞতা হবে।

সূত্র: ডিএনএ ইন্ডিয়া