রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮ অপরাহ্ন
শেয়ার

এমি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়লেন ১৫ বছরের ওয়েন কুপার


Wane-Cupper
৭৭তম এমি অ্যাওয়ার্ডসের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে সোমবার (বাংলাদেশ সময় সকাল)। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় টেলিভিশন দুনিয়ার মর্যাদাপূর্ণ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ব্রিটিশ কিশোর অভিনেতা ওয়েন কুপার। মাত্র ১৫ বছর বয়সে সেরা পার্শ্ব-অভিনেতার পুরস্কার জিতে এমির ইতিহাসে সবচেয়ে কম বয়সী বিজয়ী হয়েছেন তিনি।

এর আগে এই রেকর্ড ছিল স্কট জ্যাকোবির দখলে। ১৯৭৩ সালে ১৬ বছর বয়সে “দ্যাট সার্টেন সামার” নাটকে অভিনয়ের জন্য এমি জিতেছিলেন তিনি। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন ওয়েন কুপার।

পুরস্কার হাতে নিয়ে কুপার বলেন, “এখানে দাঁড়িয়ে থাকা অবিশ্বাস্য, যেন স্বপ্নের মতো। যদি মন দিয়ে শোনো, মনোযোগ দাও এবং স্বাচ্ছন্দ্যের গণ্ডি থেকে বেরিয়ে আসো, তাহলে জীবনে সবকিছুই সম্ভব। তিন বছর আগেও আমি কিছুই ছিলাম না, অথচ আজ এখানে দাঁড়িয়ে আছি।”

তিনি আরও বলেন, “এই পুরস্কারে আমার নাম লেখা থাকলেও প্রকৃত কৃতিত্ব ক্যামেরার পেছনে কাজ করা টিমের।”

ওয়েন কুপারের অভিনীত সিরিজ “অ্যাডোলেসেন্স” নেটমাধ্যমে হেনস্তা, নারীবিদ্বেষী মানসিকতা, কিশোর বয়সের সংকট ও পারিবারিক টানাপোড়েনের মতো সমকালীন বিষয়গুলো তুলে ধরেছে। সমালোচকদের মতে, বাস্তবতার গভীর উপস্থাপনা ও অনবদ্য অভিনয়শৈলী সিরিজটিকে এবারের এমিতে আলাদা করেছে।

অ্যাডোলেসেন্স সিরিজটি এ বছর সেরা লিমিটেড সিরিজ, পরিচালনা, চিত্রনাট্য ও অভিনয় বিভাগে পুরস্কার জিতেছে। অভিনেতা স্টিফেন গ্রাহাম ও এরিন ডোহার্টিও অভিনয়ের জন্য স্বীকৃতি পেয়েছেন।