রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩:৩০ অপরাহ্ন
শেয়ার

দিশা পাটানির বাড়িতে হামলায় অভিযুক্ত দুই গ্যাং সদস্য ‘বন্দুকযুদ্ধে’ নিহত


Disha

দিশা পাটানি ।। ছবি: সংগৃহীত

ভারতের গাজিয়াবাদে বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত দুই গ্যাং সদস্য পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে দিল্লি ও উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ বাহিনীর (এসটিএফ) অভিযানে রবীন্দ্র ও অরুণ নামে ওই দুজন মারা যায়। তারা পাঞ্জাবভিত্তিক মাফিয়া গোল্ডি ব্রার-রোহিত গোদারা গ্যাংয়ের সক্রিয় সদস্য ছিল।

গত ১২ সেপ্টেম্বর ভোরে বারেলিতে দিশার বাড়িতে গুলি চালানো হয়। ঘটনার সময় বাড়িতে তার বাবা-মা ও ভাইবোন ছিলেন, তবে দিশা উপস্থিত ছিলেন না। হামলার দায় স্বীকার করে গোল্ডি ব্রার ও রোহিত গোদারা গ্যাং।

এনকাউন্টারে নিহতদের কাছ থেকে তুরস্কের জিগানা ও অস্ট্রিয়ার গ্লোক পিস্তল উদ্ধার হয়। পুলিশের দাবি, এই ধরনের অস্ত্র পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে ভারতে প্রবেশ করে এবং আগে আতিক আহমেদ ও পাঞ্জাবি জনপ্রিয় গায়ক সিধু মুসেওয়ালাকে হত্যার সময়ও ব্যবহার করা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, দিশার বাড়িতে মোট পাঁচজন গুলি চালিয়েছিল। বাকি তিনজন এখনও পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বলিউডের তারকাদের প্রতি গ্যাংস্টারদের হুমকি নতুন নয়। এর আগে সালমান খানসহ আরও অনেক তারকা একইভাবে অপরাধচক্রের টার্গেটে ছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলো দিশা পাটানির নাম।