
৯০ এর দশকের হার্টথ্রব অভিনেত্রী আমিশা প্যাটেল এখনো সিঙ্গেল। বয়স পঞ্চাশ পেরোলেও জীবনের সঠিক সঙ্গী খুঁজে পাননি এই বলিউড অভিনেত্রী। ‘কাঁহো না… পেয়ার হ্যায়’ দিয়ে রূপালি পর্দায় অভিষেক করেছিলেন তিনি। আমিশা সম্প্রতি জানালেন কেন এখনো বিয়ের বন্ধনে আবদ্ধ হননি।
সম্প্রতি আমিশা হাজির হয়েছিলেন রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে। সেখানে খোলামেলা আড্ডায় তিনি বলেন, স্কুল জীবনে তিনি ছেলেদের পেছনে ছোটাতেন। তবে বিয়ে না করার প্রধান কারণ হলো- যারা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, তারা শর্ত দিয়েছিলেন অভিনয় ছেড়ে সংসারী হতে হবে। আমিশার ভাষায়, “আমি ক্যারিয়ারের জন্য অনেক কিছু হারিয়েছি, আবার ভালোবাসার জন্যও অনেক কিছু ছেড়েছি। দুটো জিনিস একে অপরের জন্য ছাড়তে গিয়ে বুঝেছি অনেক কিছু।”
ক্যারিয়ার বনাম ভালোবাসা
আমিশা স্মৃতিচারণ করে জানান, চলচ্চিত্রে নামার আগে তিনি একটি সিরিয়াস সম্পর্কে জড়িয়েছিলেন। ছেলেটি দক্ষিণ মুম্বাইয়ের প্রভাবশালী শিল্পপতি পরিবারের সন্তান। পড়াশোনা, পারিবারিক পরিবেশ- সবই ছিল একই রকম। কিন্তু আমিশা যখন বলিউডে কাজ করার সিদ্ধান্ত নেন, তখন তার সঙ্গী রাজি হননি। কারণ, তিনি জনসম্মুখে থাকা কোনো ব্যক্তিকে জীবনসঙ্গী হিসেবে চাননি। শেষ পর্যন্ত আমিশা ক্যারিয়ারকে বেছে নেন, আর সম্পর্কের ইতি ঘটে।
বয়সে অর্ধেক তরুণদের কাছ থেকেও প্রস্তাব
‘গদর’ খ্যাত এই অভিনেত্রী জানান, এখনো নানা ধরনের প্রস্তাব পান তিনি। অনেক সচ্ছল পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসে, এমনকি তার অর্ধেক বয়সী তরুণেরাও ডেটে যাওয়ার আগ্রহ প্রকাশ করে। আমিশার মতে, বয়স বড় বা ছোট- তাতে কিছু যায় আসে না, মূল বিষয় হলো মানসিক পরিপক্বতা। “আমি এমন অনেক মানুষকে দেখেছি, যারা আমার থেকে বয়সে বড় কিন্তু বুদ্ধিমত্তা একেবারে মাছির মতো,” বলেন আমিশা।
তিনি আরও যোগ করেন, “যে মানুষ আমাকে সব পরিস্থিতিতে বুঝবে, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেবে- সেদিনই আমি বিয়ে করব।” সর্বশেষ আমিশাকে দেখা গেছে ‘গদর ২’ ছবিতে।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া



























