রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৬:২৭ অপরাহ্ন
শেয়ার

স্কুবা ডাইভিং দুর্ঘটনায় মারা গেছেন বলিউডের জনপ্রিয় গায়ক জুবিন গর্গ


Zubeen Garg

জনপ্রিয় গায়ক জুবিন গর্গ

‌‘ইয়া আলী’ খ্যাত বলিউডের জনপ্রিয় গায়ক জুবিন গর্গ সিঙ্গাপুরে এক ভয়াবহ স্কুবা ডাইভিং দুর্ঘটনায় মারা গেছেন। ৫২ বছর বয়সী এই আসামি শিল্পী সিঙ্গাপুরে আয়োজিত নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়েছিলেন। ২০ ও ২১ সেপ্টেম্বর অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল তার।

দুর্ঘটনার পর সাগর থেকে তাকে উদ্ধার করে সিপিআর দেওয়া হয়। পরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সময় বিকেল ৫টা ১৪ মিনিটে তার মৃত্যু হয়।

ভারতের টিভি চ্যানেল এনডিটিভিকে একটি সূত্র জানিয়েছে, জুবিনকে দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলেই ক্রু সদস্যরা সিপিআর দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তাতে কোনো ফল মেলেনি।

সিঙ্গাপুরে আয়োজিত নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের এক প্রতিনিধি এনডিটিভিকে জানিয়েছেন, স্কুবা ডাইভিং করার সময় জুবিন গর্গ শ্বাসকষ্টে ভুগছিলেন।