রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বিনোদন ডেস্ক বিনোদন ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২ অপরাহ্ন
শেয়ার

বিয়ে করলেন শবনম ফারিয়া


faria

কনে শবনম ফারিয়া ও বর তানজিম তৈয়ব। ছবি: সংগৃহীত

বিয়ে করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল শবনম ফারিয়া। বরের নাম তানজিম তৈয়ব। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর রাজধানীর মাদানি এভিনিউয়ের আল মুস্তফা মসজিদে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

তানজিম তৈয়ব রাজশাহীর সন্তান। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে মসজিদে উপস্থিত অতিথিদের মিষ্টিমুখ করাতে বাদাম ও খেজুর পরিবেশন করা হয়।

বিয়ে নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে শবনম ফারিয়া বলেন, “বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল— আতঙ্কের চেয়ে কিছু কম নয়। বিবাহবিষয়ক নানা অভিজ্ঞতার পর মনে করেছিলাম, এই অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না। তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এ পরিণয়।”

তিনি আরও জানান, ভবিষ্যতে সহকর্মী, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের নিয়ে একটি সংবর্ধনার আয়োজনের পরিকল্পনা রয়েছে। সবার কাছে তিনি নতুন জীবনের জন্য দোয়া ও শুভকামনা কামনা করেছেন।

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা শবনম ফারিয়া পরবর্তীতে নাটকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায়ও অভিষেক হয় তার।

এর আগে নাটকের এই অভিনেত্রী দু’বার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।