রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
শেয়ার

মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির রোমাঞ্চকর জয়


messiআর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির জোড়া গোল ও এক অ্যাসিস্টে ডি.সি. ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এই জয়ে মেজর লিগ সকারের (এমএলএস) শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল দলটি।

রোববার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকালে ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে শুরু থেকেই প্রভাব বিস্তার করে মায়ামি। ৩৬তম মিনিটে মেসির নিখুঁত পাস ধরে তাদেও অ্যালেন্দে গোল করে এগিয়ে দেন দলকে।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ক্রিশ্চিয়ান বেন্টেকের গোলে সমতায় ফেরে ডি.সি. ইউনাইটেড। এর পরই ম্যাচের নিয়ন্ত্রণ নেন মেসি। ৬৬ মিনিটে জর্ডি আলবার পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে জালের দূর কোণে পাঠান বল। কয়েক মিনিট পর বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে আবারও জালে বল জড়ান তিনি। ৩-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি।

৭২ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ পেলেও নিজে পেনাল্টি না নিয়ে দায়িত্ব দেন তরুণ মাতেও সিলভেত্তিকে, যিনি শট পাঠান ক্রসবারে। ইনজুরি টাইমে জ্যাকব মুরেল একটি গোল শোধ করলেও ম্যাচের ফল নির্ধারিত হয় অনেক আগেই।

মেসির এই জোড়া গোলের সুবাদে তিনি উঠেছেন এমএলএসের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে—২২ ম্যাচে ২২ গোল ও ১২ অ্যাসিস্ট তার ঝুলিতে।

কোচ হাভিয়ের মাসচেরানো ম্যাচশেষে বলেন, লিওর জন্য এ যেন সাধারণ রাত, অথচ অন্যদের জন্য একেবারেই অসাধারণ। যখনই আমাদের প্রয়োজন হয়, তখনই সে পুরো দলকে কাঁধে তুলে নেয়। সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি—আমাদের দলে মেসি আছে।