রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বিনোদন ডেস্ক বিনোদন ২১ সেপ্টেম্বর ২০২৫, ৯:২৪ অপরাহ্ন
শেয়ার

এবার কোরিয়ান ভাষায় রিমেক হচ্ছে জনপ্রিয় থ্রিলার মুভি ‘দৃশ্যম’


drishon

দৃশ্যম ছবির একটি দৃশ্য

ভারতের জনপ্রিয় থ্রিলার মুভি সিরিজ ‘দৃশ্যম’ এবার কোরিয়ান ভাষায় নির্মিত হতে যাচ্ছে। এই রিমেক পরিচালনা করবেন দক্ষিণ কোরিয়ার নির্মাতা দিওক নোহ। বিষয়টি নিশ্চিত করেছেন কোরিয়ার অ্যান্থোলজি স্টুডিওসের সভাপতি চোয়ি জে-ওন। বুসানের এশিয়ান কন্টেন্টস ও ফিল্ম মার্কেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

অ্যান্থোলজি স্টুডিওস ও ভারতের প্যানোরামা স্টুডিওসের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে কোরিয়ান ‘দৃশ্যম’। প্রকল্পটির ঘোষণা প্রথম দেওয়া হয় ২০২৩ সালের কান চলচ্চিত্র উৎসবে। প্যানোরামা স্টুডিওস পরিচালনা করছেন প্রযোজক কুমার মানগাট পাঠক ও অভিষেক পাঠক।

অ্যান্থোলজি স্টুডিওস প্রতিষ্ঠা করেছেন প্রাক্তন ওয়ার্নার ব্রাদার্স কোরিয়ান প্রোডাকশনের প্রধান চোয়ি জে-ওন, অস্কারজয়ী প্যারাসাইট সিনেমার অভিনেতা সঙ্গ কাং-হো এবং খ্যাতিমান পরিচালক কিম জি-উন।

দিওক নোহ এর আগে ২০১৩ সালের ভেরি অর্ডিনারি কাপল নির্মাণ করে খ্যাতি পান, যা সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান নিউ ট্যালেন্ট পুরস্কার জিতেছিল। পরবর্তীতে তিনি ২০১৫ সালে সংবাদভিত্তিক থ্রিলার দ্য এক্সক্লুসিভ: বিট দ্য ডেভিল’স ট্যাটু, ২০২০ সালে সাই-ফাই ধারাবাহিক এসএফ৮ এবং ২০২২ সালে নেটফ্লিক্সের রহস্যধর্মী সিরিজ গ্লিচ পরিচালনা করেন। সবকিছু ঠিক থাকলে, কোরিয়ান রিমেকের শুটিং আগামী বছর শুরু হবে। পাশাপাশি এটি ইংরেজি ভাষাতেও তৈরি করা হবে।

মূল মালায়ালাম ভাষার ‘দৃশ্যম’ মুক্তি পায় ২০১৩ সালে। জীতু জোসেফের রচিত ও পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সুপারস্টার মোহনলাল। একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর পর পরিবারকে বাঁচাতে এক কেবল টিভি অপারেটরের মরিয়া প্রচেষ্টার গল্পে নির্মিত সিনেমাটি দক্ষিণ ভারত ছাড়াও আন্তর্জাতিকভাবে বিপুল জনপ্রিয়তা পায়।

এরপর এটি একে একে কান্নাডা, তেলেগু, তামিল, হিন্দি, সিংহলী এবং চীনা ভাষায় রিমেক করা হয়। চীনা রিমেক শীপ উইদাউট আ শেফার্ড ১৯৯ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছিল। মহামারীর সময় নির্মিত হয় ‘দৃশ্যম ২’, যা ২০২১ সালে সরাসরি স্ট্রিমিংয়ে মুক্তি পায়।