রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ২২ সেপ্টেম্বর ২০২৫, ২:৫০ অপরাহ্ন
শেয়ার

দেশে অর্থায়নে ব‍্যাংকের আধিপত্য বেশি, বিশ্বজুড়ে বন্ড মার্কেটের আধিপত্য বেশি: গভর্নর


দেশে অর্থায়নে ব‍্যাংকের আধিপত্য বেশি, বিশ্বজুড়ে বন্ড মার্কেটের আধিপত্য বেশি: গভর্নর

ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, বাংলাদেশে অর্থায়নে ব‍্যাংকের আধিপত্য  বেশি, অন‍্যান‍্য দেশে বন্ড মার্কেটের আধিপত্য বেশি। আর বীমা খাতের তো বাংলাদেশে ভূমিকা খুবই কম। এ অবস্থায় বাংলাদেশে আর্থিক খাতের কাঠামো পরিবর্তন করতে হবে।

তিনি বলেন, বন্ড মার্কেটের উন্নয়নে অনেক কিছু করার আছে। বন্ড মার্কেটের উন্নয়নের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে কাজ করছে।

‎সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ‍্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যৌথভাবে আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।‎‎

এ সময় প্রধান অতিথি হিসেবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

‎‎বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, “বন্ড মার্কেটের উন্নয়নে আমরা একটি প্রতিবেদন তৈরি করেছি। খুব শিগগিরই তা আমরা সরকারের কাছে পেশ করব। সেখানে আমাদের পূর্ণাঙ্গ মতামত থাকবে। সরকারি ও কর্পোরেট বন্ডের চাহিদা কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে পলিসিগত মতামত প্রতিবেদনে উল্লেখ থাকবে।একই সঙ্গে বন্ডগুলোর সরবরাহ কীভাবে বানাতে পারি সে বিষয়েও মতামত থাকবে। আমরা আশা করব, বাংলাদেশের বন্ড মার্কেট, যেটা সবচেয়ে ছোট মার্কেট, সেটাকে সবচেয়ে বড় মার্কেটে পরিণত করতে চাই।”‎‎

”‎‎তিনি আরও বলেন, “অন‍্যান‍্য দেশের মতো বাংলাদেশেও সরকারি বন্ডের চাহিদা সবচেয়ে বেশি। বন্ড ইস‍্যু করে পদ্মা ব্রিজের মতো প্রজেক্ট করা সম্ভব। এজন‍্য বন্ডে চাহিদা বাড়াতে হবে। এক্ষেত্রে পেনশন ফান্ড ও প্রভিডেন্ট ফান্ড ব‍্যবহার করা যেতে পারে।”