
বলিউড সুপারস্টার সালমান খান ফের আলোচনায়। গতকাল বৃহস্পতিবার রাতে অ্যামাজন প্রাইমে প্রচারিত হয়েছে কাজল দেবগণ ও টুইঙ্কল খান্নার নতুন টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইংকেল’-এর প্রথম পর্ব। অতিথি ছিলেন দুই খান- আমির ও সালমান। পর্ব জুড়ে জমজমাট আড্ডায় উঠে আসে নানান প্রসঙ্গ। তবে সবার নজর কাড়ে সালমানের বিয়ে ও সন্তান প্রসঙ্গের মন্তব্য।
কথোপকথনের একপর্যায়ে টুইঙ্কল খান্না মজা করে বলেন, “সালমান নিজেই বলে সে ভার্জিন।” জবাবে মাথা নেড়ে সম্মতি দেন সালমান। এরপর টুইঙ্কল হেসে যোগ করেন, আমির খানের সঙ্গে এর কোনো মিল নেই, কারণ আমির জীবনে একাধিকবার বিয়ে করেছেন।
পুরোনো বিতর্কের পুনরাবৃত্তি
এ প্রথম নয়, ২০১৩ সালে করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এও নিজেকে ‘ভার্জিন’ দাবি করেছিলেন সালমান। সে সময় বলেছিলেন, “আমার কখনো কোনো গার্লফ্রেন্ড ছিল না। আমি সেই মানুষটার জন্য নিজেকে বাঁচিয়ে রাখব, যাকে একদিন বিয়ে করব।”
সাবেকদের নিয়ে খোলামেলা
নতুন শোতে অবশ্য খানিক ভিন্ন সুর শোনা যায় সালমানের কণ্ঠে। প্রেমিকার প্রসঙ্গ উঠতেই তিনি জানান, “কিছুজনকে পুরোপুরি এড়িয়ে চলি। দৌড়ে পালিয়ে যাই। এতে অভদ্রতা নেই, বরং যাতে পুরোনো সম্পর্কের ছায়া না পড়ে।” তবে সঙ্গীতা বিজলানির নাম আলাদাভাবে উল্লেখ করেন তিনি- “সঙ্গীতা তো পরিবারের মতোই, সবসময় কাছের মানুষ।”
বিচ্ছেদের ব্যাখ্যা
ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নে সালমান খোলাখুলি বলেন, “যখন একজন আরেকজনের চেয়ে দ্রুত এগোয়, তখনই সম্পর্ক ভাঙে। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দুজনকেই সমান তালে এগোতে হয়।”

বাবা হওয়ার আকাঙ্ক্ষা
ক্যাটরিনা কাইফ অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও অনুষ্ঠানে বাবা হওয়ার স্বপ্নের কথা জানান সালমান। অকপটে বলেন, “সন্তান তো হবেই, একদিন। খুব শিগগিরই হবে। শেষমেশ তো সন্তানের কথাই আসে। দেখা যাক।”
সামনে নতুন ছবি
ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার পাশাপাশি ক্যারিয়ার নিয়েও ব্যস্ত সালমান খান। শিগগিরই তাঁকে নতুন ছবি ‘ব্যাটল অব গালওয়ান’-এ দেখা যাবে।
সূত্র: এনডিটিভি



























