
ভারতের বিপক্ষে পিছিয়ে থাকার পর শেষ মুহূর্তের গোলে ম্যাচ টাইব্রেকারে নেয় বাংলাদেশ
শেষ মুহূর্তের গোলে সমতা ফিরিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তনের ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত ভাগ্য সহায় হলো না বাংলাদেশের। সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের শ্বাসরুদ্ধকর ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারে ৪-১ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশের যুবারা। এর ফলে টানা দ্বিতীয়বারের মতো রানার্সআপ হয়ে মাঠ ছাড়তে হলো তাদের। নির্ধারিত সময়ে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল।
কলম্বোর রেসকার্স স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। মাত্র ৪ মিনিটেই দালালমুই গ্যাংতে গোল করে ভারতকে লিড এনে দেন। বাংলাদেশের এক ডিফেন্ডারের গায়ে লেগে আসা বল ডি-বক্সের মধ্যে পেয়ে জালে জড়ান তিনি।
তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ভারত। ২৫ মিনিটেই সেট পিস থেকে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান মোহাম্মদ মানিক। নাজমুল হুদা ফয়সালের কর্নার কিক এক সতীর্থের মাথা ঘুরে আসার পর মানিক হেডে বল জালে পাঠান।
কিন্তু এই সমতাও স্থায়ী হয়নি। ৩৮ মিনিটে আজলান শাহ গোল করে ভারতকে আবারও এগিয়ে দেন। এর আগে অবশ্য বাংলাদেশের গোলরক্ষক আলিফ রহমান ইমতিয়াজ দারুণ একটি সেভ করেছিলেন।
দ্বিতীয়ার্ধে গোল শোধ দিতে মরিয়া বাংলাদেশ একের পর এক আক্রমণ শাণাতে থাকে। ৫১ মিনিটে অধিনায়ক নাজমুলের শট বারে লেগে ফিরে আসে, যা ছিল বাংলাদেশের জন্য দুর্ভাগ্যের। চার মিনিট পর ৫৫ মিনিটে সাব্বির ইসলামের জোরাল শট পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়।
ম্যাচের শেষদিকে, যোগ করা সময়ের একদম শেষ মুহূর্তে নাটকীয়ভাবে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান ঈশান হাবিব রিদুয়ান। মনে হচ্ছিল যেন শেষ মুহূর্তের গোল হজম করার পুরনো চিত্রটাই বদলে দিতে চলেছে এই অনূর্ধ্ব-১৭ দল।
২-২ গোলে ড্র হওয়ার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। দুর্দান্ত কামব্যাকের এই গল্পটা সেখানেই মাটি হয়ে যায়। টাইব্রেকারে ভারতের চারটি শটই জালে জড়ায়, অন্যদিকে বাংলাদেশের প্রথম দুটি শট ব্যর্থ হয়। ভারতের ৪ সফল শটের বিপরীতে বাংলাদেশের যুবারা গোল করতে পারে মাত্র একটি। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।
এই জয়ের মধ্য দিয়ে ভারত আবারও যুব সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট পরল। বাংলাদেশকে হারিয়েই তারা সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন হয়েছিল। টাইব্রেকারে হেরে ভগ্ন হৃদয় নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশের খেলোয়াড়দের।





























