
দেশের বাজারে আবারও কমলো সোনার দাম। প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৮৯০ টাকা পর্যন্ত কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।
শনিবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে খাঁটি বা তেজাবি সোনার দরপতনের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নির্ধারিত দামে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি বিক্রি হবে ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকায়। আজ শনিবার পর্যন্ত যার দাম ছিল ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেট সোনার ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৪ হাজার ১৯৮ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৫৭ হাজার ৮৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৩১ হাজার ৪৫ টাকা।
তবে সোনার দামের এ সমন্বয়ে রূপার বাজার অপরিবর্তিত থাকবে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৩ হাজার ৬২৮ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা প্রতি ভরি ২ হাজার ২২৮ টাকায় কেনা-বেচা হবে।


























