রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক স্বাস্থ্য ২৯ সেপ্টেম্বর ২০২৫, ৮:১৬ অপরাহ্ন
শেয়ার

স্বাস্থ্য ক্যাডারের ২১ জনের সুপারিশ স্থগিত, দুজনের বাতিল


Health

৪৮তম বিশেষ বিসিএসে চিকিৎসক নিয়োগে ২১ জন প্রার্থীর চূড়ান্ত সুপারিশ স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তাদের মধ্যে ১৯ জন সহকারী সার্জন ও ২ জন সহকারী ডেন্টাল সার্জন। এছাড়া এমবিবিএস ডিগ্রি না থাকায় ২ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১১ সেপ্টেম্বর প্রকাশিত ৪৮তম বিশেষ বিসিএসের ফলে তিন হাজার ১২০ জনকে নিয়োগের জন্য সুপারিশ করেছিল পিএসসি। শিগগিরই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগ দিয়ে গেজেট প্রকাশের কথা থাকলেও, তার আগেই ২১ জনের সুপারিশ স্থগিত এবং ২ জনের প্রার্থিতা বাতিল করা হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) মূল সনদ না থাকায় প্রাথমিকভাবে সুপারিশ পাওয়া ২১ জন প্রার্থীর মনোনয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ বিষয়ে কমিশনের সিদ্ধান্ত পরে জানানো হবে।

অন্যদিকে, সহকারী সার্জন পদে মনোনীত ২ জন প্রার্থীর (রেজিস্ট্রেশন নম্বর ৪৮১০৯৩৩২ ও ৪৮১৩১০৪৩) এমবিবিএস সনদ না থাকায় তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয় গত ১৮ জুলাই ঢাকার ২৭টি কেন্দ্রে। এতে অংশ নিতে আবেদন করেছিলেন ৪১ হাজার ২৫ জন। লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয় ২০ জুলাই, যেখানে ৫ হাজার ২০৬ জন উত্তীর্ণ হন। তাদের মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন।