
দ্বিতীয় সিজনের প্রথম পর্বের অতিথি বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ
সেলিব্রেটি শো ‘স্টারগল্প’ আবারও ফিরেছে নতুন আঙ্গিকে। দ্বিতীয় সিজনের প্রথম পর্বে অতিথি হয়েছেন বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ ও শক্তিশালী অভিনেতা তারিক আনাম খান।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সাংবাদিক ও লেখক পান্থ আফজাল। তার সাবলীল আলাপচারিতা ও গভীর প্রশ্নে উঠে এসেছে দুই তারকার জীবনের অনাবিষ্কৃত অনেক গল্প। প্রথম সিজনের তুলনায় এবারকার আয়োজন আরও পরিপূর্ণ ও পরিমার্জিত। আলোচনায় এসেছে শিল্প-সংস্কৃতি, শৈশব স্মৃতি, ব্যক্তিজীবনের চড়াই-উৎরাই, জীবনদর্শন ও অনুপ্রেরণার নানা দিক।
শুধু বিনোদন নয়, দর্শকরা এখানে পাচ্ছেন তারকাদের অন্তর্লোকের অভিজ্ঞতা ও সংগ্রামের গল্প। সেট ডিজাইন, আলোকসজ্জা ও নির্মাণশৈলীও শোতে যুক্ত করেছে নতুন মাত্রা।
অনুষ্ঠানটি গ্রন্থনা ও পরিচালনা করছেন মনজুরুল হক মঞ্জু। সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে উজ্জ্বল রহমান।
উপস্থাপক পান্থ আফজাল বলেন, স্টারগল্প কেবল একটি টক শো নয়, এটি তারকাদের জীবনের মানবিক দলিল। এখানে নেই চটকদার উত্তর, আছে বাস্তব অভিজ্ঞতা ও প্রেরণা।
আগামী পর্বগুলোতে টেলিভিশন নাটক, চলচ্চিত্র, সংগীত ও থিয়েটারের আরও জনপ্রিয় তারকাদের দেখা যাবে।

























